বর্তমানে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে জয় তুলে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছে। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যেই ব্যাট হাতে সমর্থকদের মুগ্ধ করেছেন। এই সিরিজে চোটের কারণে মহম্মদ শামি (Mohammed Shami) দলে জায়গা পাননি। বর্তমানে এই তারকা পেসার এবং তার প্রাক্তন স্ত্রীকে ঘিরে বিতর্কের ঝড় থামতে চাইছে না। ভারতের অন্যতম তারকা পেসারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন হাসিন জাহান (Hasin Jahan)। এবার এক সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে খবর করার জন্য সরব হলেন তিনি।
Read More: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!
হাসিন জাহানের বিস্ফোরক পোস্ট-

মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হাসিন জাহান (Hasin Jahan) ভরণপোষণের জন্য দাবি করে কোর্টে মামলা করেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ভারতীয় তারকা পেসারকে তার প্রাক্তন স্ত্রী এবং মেয়েকে দেখভাল করার জন্য প্রতি মাসে মোট ৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে হাসিন জাহানের (Hasin Jahan) করা মহম্মদ শামির (Mohammed Shami) পরিবারের বিরুদ্ধে অত্যাচার এবং ধর্ষণের মামলা এখনও চলবে। এর মধ্যেই এবার তারকা পেসারের প্রাক্তন স্ত্রী সংবাদমাধ্যমের বিরুদ্ধে ভুল বয়স উল্লেখ্য করে মিথ্যে খবর প্রচার করার জন্য সরব হলেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টের হাসিন জাহান (Hasin Jahan) লেখেন, “যদি বুদ্ধি না থাকে, কোন প্রমাণ না থাকে এবং সাংবাদিকতা করার ক্ষমতা না থাকে তাহলে তার বাড়ি চলে যাওয়া উচিত। মিঃ ফেকু বোঝার চেষ্টা করুন ৪৫ বছর বয়স হবে তোমার বোন, মেয়ে। যে চক্রান্তকারীর কথায় আমার বয়স ৪৫ লেখা হয়েছে সেই বদমাইশের কাছে আমার সমস্ত নথিপত্র আছে। সেগুলো দেখে আমার বয়স প্রকাশ করুন। হতেও পারে আমার বয়স ৫৫ বছর। তাতে আপনাদের টিআরপি বেশি হবে। কেউ যদি আমার সম্বন্ধে কোন মিথ্যে খবর করা হয় তাহলে আমি মানহানির নোটিশ পাঠাবো। আর এটা কোনো হুমকি নয়, আগে নিজে বুদ্ধিমান হও।”
শামিকে চরিত্রহীন দাবি হাসিনের-

মহম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে মাঠে ফেরার চেষ্টা করছেন। ভারতের হয়ে পরবর্তী সিরিজে তাকে মাঠে নামতে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যেই এই তারকার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছেন হাসিন জাহান (Hasin Jahan)। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক আপত্তিজনক মন্তব্য করেন। তিনি বলেন,“আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের মধ্যে দৃঢ় সম্পর্ক থাকবে। কিন্তু এই সম্পর্ক কী ধরণের হতে চলেছে সে বিষয়টি আপনার হাতে রয়েছে। চরিত্রহীন, লোভী এবং নিষ্ঠুর মনোভাবের কারণে আজ আপনি নিজের পরিবার ধ্বংস করে দিচ্ছেন।”
উল্লেখ্য মহম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে ভারতের অন্যতম সফল পেসার। তিনি ২০২৩ একদিনের বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। এখনও পর্যন্ত এই তারকা ৬৪ টি টেস্ট ম্যাচে মোট ২২৯ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ১০৮ ওডিআই ম্যাচে তিনি ২০৬ টি উইকেট তুলে নিয়েছেন।