hasin-defends-daughter-amid-holi-row

কট্টরপন্থীদের নিশানায় ক্রিকেট তারকা মহম্মদ শামি’র শিশুকন্যা আইরা শামি। গত শুক্রবার রঙের উৎসবে সামিল হয়েছিলো সে। তার রং মাখা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শামি’র প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। সেই ছবিটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ইসলাম ধর্মাবলম্বী হয়েও হিন্দুদের উৎসবে কেন যোগ দিয়েছে আইরা? প্রশ্ন তুলে সরব হয় মুসলিম সমাজের একাংশ। হাসিনের (Hasin Jahan) সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন ভরে গিয়েছিলো কটাক্ষ ও কটূক্তিতে। আগুনে ঘি পড়ে ভারতীয় মুসলিম জামাতের সভাপতি মৌলানা সাহবুদ্দিন রাজভী বরেলভি’র একটি মন্তব্যের পর। “ও (আইরা) শিশু। ও যদি না বুঝেই হোলিতে অংশ নিয়ে থাকে তাহলে দোষের কিছু নেই। কিন্তু যদি বুঝে হোলি উদ্‌যাপন করে থাকে তাহলে তা অবশ্যই শরিয়ত বিরোধী,” এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!

মেয়ের পাশেই হাসিন, নিশানা শামি’কে-

Mohammed Shami, Hasin Jahan and Their Daughter | Image: Twitter
Mohammed Shami, Hasin Jahan and Their Daughter | Image: Twitter

ইসলাম ধর্মাবলম্বীদের হোলির আনন্দে সামিল হওয়া উচিৎ না উচিৎ নয় এই নিয়ে জোর তরজা চলছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই মেয়ের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন হাসিন জাহান (Hasin Jahan)। কট্টরপন্থীদের উদ্দেশ্যে তাঁর সাফ বার্তা, “আমার মেয়ে হোলি খেলে কোনো অপরাধ করে নি।” বছরকয়েক আগে ক্রিকেট তারকা শামি’র বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর, কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন দাবী করেছিলেন হাসিন (Hasin Jahan)। এরপর দুই পক্ষের মধ্যে দীর্ঘ দড়ি-টানাটনি চলেছে। মামলা-মোকদ্দমা শেষে হয়েছে বিবাহবিচ্ছেদও। সেই কঠিন সময়ে ‘স্বঘোষিত’ ধর্মের ধ্বজাধারীরা কোথায় ছিলেন? আক্রমণ শানিয়েছেন প্রাক্তন মডেল। “যখন আমার স্বামী আমার সাথে প্রতারণা করেছিলেন, তখন কোনো মৌলানা এগিয়ে আসেন নি কেন?” প্রশ্ন তাঁর।

‘রোজা’ নিয়ে বিতর্কে শামি’ও-

Mohammed Shami | Image: Twitter
Mohammed Shami | Image: Twitter

দিনকয়েক আগে খোদ মহম্মদ শামি’র (Mohammed Shami) দিকেই আঙুল তুলেছিলেন ভারতীয় মুসলিম জামাত প্রেসিডেন্ট মৌলানা সাহবুদ্দিন রাজভী বরেলভি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল চলাকালীন ‘রোজা’ না রেখে কেন এনার্জি ড্রিঙ্ক পান করেছেন ক্রিকেট তারকা তাই নিয়ে সরব হয়েছিলেন তিনি। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে শামি’কে ‘পাপী’, ‘অপরাধী’ বলে আক্রমণ করেছিলেন ঐ মৌলানা। এর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো গোটা দেশজুড়ে। বলিউডের কিংবদন্তী চিত্রনাট্যকার জাভেদ আখতার সোশ্যাল মিডিয়াতে লেখেন, “শামি সাহেব, দুবাইয়ের তপ্ত দুপুরে তোমার জল পান করা নিয়ে যেসব ধর্মান্ধ মূর্খদের সমস্যা রয়েছে তাদের তুমি বিন্দুমাত্র পাত্তা দিও না। এই বিষয়ে ওদের কথা বলার কোনো এক্তিয়ারই নেই।…” “ঘরে বসে রোজা পালন সম্ভব কিন্তু একজন খেলোয়াড় খেলার সময় জলপান না করলে মাঠে অসুস্থ হয়ে পড়তে পারেন,” বলেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী হরভজন সিং।

Also Read: IPL 2025: ট্রফি জিততে নতুন কৌশল অবলম্বন করেছেন প্রীতি জিন্টার পাঞ্জাব, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *