hasin-and-daughter-face-legal-trouble

প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন মহম্মদ শামি’র (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। ক্রিকেটতারকার সাথে তাঁর বিচ্ছেদের মামলা চলছে দীর্ঘদিন। দিনকয়েক আগেই তাঁকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে শামিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থের পরিমাণ পছন্দ না হওয়ায় প্রকাশ্যে ক্রিকেট তারকার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সেই মন্তব্য নিয়ে বিস্তর হইচই হয়েছিলো ক্রিকেটদুনিয়াতে। এবার প্রতিবেশীর সাথে হাতাহাতিতে জড়িয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন হাসিন (Hasin Jahan)। কলকাতা নয় বরং মেয়ে আইরা’কে নিয়ে বীরভূমে ছিলেন হাসিন। সেখানেই এক প্রতিবেশীর সাথে বচসা হয় তাঁর। ঘটনার ভিডিও’ও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। ঐ প্রতিবেশীর খুনের চেষ্টার অভিযোগ এনেছেন শামি’র প্রাক্তন স্ত্রী’র বিরুদ্ধে। ঘটনায় জুড়ে গিয়েছে তাঁদের কন্যা আইরা শামি’র নাম’ও।

Read More: “ও নিশ্চয়ই উন্নতি করবে…” শুভমানের পাশেই দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি, হতাশ লর্ডসের হারে !!

বীরভূমে একটি জমি হাসিন (Hasin Jahan) ও তাঁর কন্যা জবরদখল করে রেখেছেন, অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা। প্রতিবাদ করতে গেলে এক মহিলাকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন শামি’র প্রাক্তন স্ত্রী, পুলিশকে জানিয়েছেন তাঁরা। নেটদুনিয়ায় ভাইরাল একটি ভিডিওতেও দেখা গিয়েছে যে গায়ে হলুদ শাল জড়ানো এক মহিলাকে রীতিমত দেওয়ালে চেপে ধরেছেন কালো টি-শার্ট পরিহিতা হাসিন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শামি’র কন্যার দিকে কেন অভিযোগের আঙুল উঠলো তা যদিও স্পষ্ট নয় এখনও। মাসখানেক আগেও একবার চর্চায় জায়গা করে নিয়েছিলো আইরা। সমবয়সী শিশুদের সাথে হোলির অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুসলিম মৌলবাদীরা নিশান করেছিলো তাকে। যদিও সেবার কন্যার স্বপক্ষে গলা ফাটিয়েছিলেন হাসিন (Hasin Jahan)। এবার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি তাঁর।

দেখে নিন ঘটনার ভিডিও-

আজ জন্মদিন আইরার। কন্যার দিকে দূরে আমরোহাতে নিজের ফার্মহাউজে রয়েছেন শামি (Mohammed Shami)। গোড়ালির চোট গত দুই বছর ধরে ভোগাচ্ছে তাঁকে। চলতি বছরের গোড়ায় মাঠে ফিরেছিলেন। খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল। কিন্তু ইংল্যান্ড সফরের আগে ফের মাঠ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আমরোহা থেকেই কন্যা আইরা’কে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। ইন্সটাগ্রামে আইরার নানা বয়সের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “প্রিয় কন্যা, আমি এখনও সেই দিনগুলোর কথা মনে রেখেছি যখন আমরা রাত জেগে কথা বলতাম, হাসতাম আর বিশেষ করে তোমার নাচ উপভোগ করতাম। তুমি যে এত দ্রুত বড় হয়ে উঠছ তা বিশ্বাসই করতে পারি না। ঈশ্বর তোমায় প্রচুর আশীর্বাদ করুক। তোমায় আজ এবং আগামীতে ভালোবাসা, শান্তি, সুস্থতাতে ভরিয়ে দিক। শুভ জন্মদিন।”

Also Read: “ছুটি কাটাতে আসো নি…” বুমরাহ’কে তোপ গাওস্করের, শেষ দুই টেস্টে পেস তারকাকে চান প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *