Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫ এর মঙ্গলবারের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং একেবারেই ভেঙে পড়ে পাকিস্তানের পেস আক্রমণের সামনে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান কুশল মেন্ডিস, এরপর তৃতীয় ওভারেই ফেরেন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা (Pathum Nishanka)। শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি লঙ্কানরা। যদিও এক প্রান্তে লড়াই চালিয়ে যান স্টার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। পাকিস্তানের কঠিন বোলিং লাইনআপের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।
হাসারাঙ্গাকে ব্যাঙ্গ করেন আবরার

তবে তাঁর এই ইনিংসের বাইরে বাকি ব্যাটসম্যানরা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। লঙ্কান অধিনায়ক চরিথ আশালঙ্কা ১৯ বলে ২০ রান করেন। কঠিন সময়ে রান পেয়েছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও (Wanindu Hasaranga)। শেষের দিকে চামিকা করুনারত্নে ২১ বলে ১৭ রানের দুরন্ত ব্যাটিং করেন এবং দলকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে পৌঁছে দেন। যদিও পাকিস্তানকে আটকাতে এই রান যথেষ্ট ছিল না। তবে এই ম্যাচেই ঘটে এক মজার ঘটনা। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা যখন আবরার আহমেদের গুগলিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন, তখন পাকিস্তানি স্পিনার আবরার হাসারাঙ্গার উদযাপন ভঙ্গি নকল করে ব্যঙ্গাত্মকভাবে সেলিব্রেশন করেন তাঁর সামনেই।
Read More: Asia Cup 2025 IND vs BAN Preview: জয়যাত্রা অব্যাহত রাখাই লক্ষ্য ভারতের, অধিনায়কের চোট চিন্তায় রাখছে বাংলাদেশকে !!
মুহূর্তটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। যোগ্য বদলা নিয়েছেন হাসারাঙ্গা নিজে। তিনি পাকিস্তানি ব্যাটসম্যান সাইম আয়ুবকে আউট করে আবরারের সেলিব্রেশনটি নকল করেছেন। ৩ বলে ২ রান বানিয়ে হাসারাঙ্গার বলে বোল্ড আউট হয়ে যান আয়ুব। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি।
অন্যদিকে আজকের ম্যাচের কথা বলতে গেলে, রান তাড়া করতে এসে পাকিস্তান দল ১২ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নিয়েছে। পাকিস্তানের হয়ে, ফারহান ২৪, ফখর ১৭, আয়ুব ২, সালমান আঘা ৫, মোহম্মদ হ্যারিস ১৩ ও হুসেন তালাত ৩২ ও দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান বানান মোহম্মদ নওয়াজ। শ্রীলঙ্কা আজকের এই পরাজয়ের সাথে সাথে এশিয়া কাপ থেকে আংশিক বিদায় নিলো।