ভারতের মাটিতে চলছে আইপিএল (IPL)। বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা এবার পা দিয়েছে অষ্টাদশতম মরসুমে। গোটা দুনিয়ার নানা প্রান্তে একঝাঁক টি-২০ লীগ গজিয়ে উঠলেও জনপ্রিয়তা ও জৌলুসের নিরিখে আজও আইপিএলের ধারে কাছে আসতে পারে নি কেউ। ক্রিকেটবিশ্বের সেরা তারকারা এখনও অপেক্ষা করে থাকেন আইপিএলের (IPL) জন্য। মার্চ থেকে মে অবধি যে সময় ভারতের টি-২০ লীগ চলে, সেই সময়ে জাতীয় দলের সিরিজ রাখা থেকে পারতপক্ষে বিরত থাকে অন্যান্য দেশের বোর্ড’ও। বা সিরিজ থাকলেও সেরা তারকাদের তাতে অংশ না নেওয়ার ছাড়পত্র’ও দেয় তারা। এহেন আইপিএলের জনপ্রিয়তাতেই এবার ভাগ বসাতে চাইছে পড়শি দেশ পাকিস্তান। তাদের পিএসএল (PSL) এবার পা দিচ্ছে দশ বছরে। ভারতীয় লীগকে দর্শকসংখ্যায় টেক্কা দেওয়া সম্ভব, মনে করেন হাসান আলি।
Read More: RCB vs DC: বাদ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লির একাদশে এন্ট্রি নিচ্ছেন এই অভিজ্ঞ তারকা !!
PSL নিয়ে আশাবাদী হাসান আলি-

সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ আয়োজিত হয় পাকিস্তানের পিএসএল (PSL)। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে নির্দিষ্ট সময়ে করা যায় নি তা। ফলে আইপিএলের সাথে সরাসরি সংঘাতেই নামতে হয়েছে পিসিবি’কে। ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ওয়াঘার এক পারে যখন চলবে অষ্টাশতম আইপিএল (IPL), তখন অন্য পারে সমান্তরাল ভাবেই চলবে পিএসএলের দশম মরসুম। দুই টুর্নামেন্টের প্রতিযোগিতায় আপাতত পাকিস্তান সুপার লীগ (PSL) পিছিয়ে থাকলেও ভবিষ্যতে তা যে প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলতে সক্ষম, সে ব্যাপারে আশাবাদী হাসান আলি (Hasan Ali)। এক সাক্ষাৎকারে পিএসএলের হয়ে সওয়াল করেছেন ডান হাতি পেসার। জানান, “অবশ্যই অনেক দর্শকসমাগম হওয়া উচিৎ। আমরা আইপিএলের সাথে সংঘাতে যাচ্ছি কারণ এই ‘উইন্ডো’তেই একমাত্র (পিএসএল) আয়োজনের সুযোগ ছিলো আমাদের হাতে…”
কি করলে পিছনে ফেলা যেতে পারে আইপিএল’কে (IPL)? উপায় জানিয়েছেন হাসান আলি (Hasan Ali)। বলেন, “একমাত্র পারফর্ম্যান্স আর বিনোদনই দর্শক সংখ্যা বাড়াতে পারে। আমরা যদি গোটা পিএসএল জুড়ে ভালো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই দর্শকেরা আইপিএল ছেড়ে আমাদের দেখবেন। আমাদের জন্য পিএসএল কেমন যায় তার উপরেই নির্ভর করছে গোটা বিষয়টি।” হাসান আলি মুখে যাই বলুন, ক্রিকেট দুনিয়ায় আইপিএলের আবেদন যে এখনও অন্যান্য টি-২০ লীগগুলির তুলনায় কয়েক গুণ বেশী তা স্পষ্ট হয়েছে করবিন বশের সিদ্ধান্তেই। পেশওয়ার জালমি’তে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স-এর (MI) ডাক এড়াতে পারেন নি তিনি। পিএসএল-এর চুক্তি ভেঙে যোগ দিয়েছেন আইপিএলেই। লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে তাঁকে সই করিয়েছেন আম্বানিরা।
পাক দলের জন্য ভুগছে PSL, মত হাসানের-

সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক আঙিনায় চূড়ান্ত হতাশ করেছে পাকিস্তান। গত বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে তারা। এই বছর আয়োজক দেশ হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাগ কাটতে পারেন নি বাবর-রিজওয়ানরা। জিততে পারেন নি একটিও ম্যাচ। সেই হতশ্রী ক্রিকেটের প্রভাব পড়বে পিএসএলে, আশঙ্কা হাসান আলি’র। তিনি বলেছেন, “যখন জাতীয় দল ভালো খেলে না, তখন তার বিরূপ প্রভাব পড়ে পিএসএলের মত ফ্র্যাঞ্চাইই লীগগুলোতে। হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফি ও সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরে আমরা ভালো খেলি নি। আমাদের দলে অনেক নতুন খেলোয়াড় ছিলো। ওদের কিছুটা সময় লাগবে মানিয়ে নিতে। কিন্তু যখন পাকিস্তান ভালো খেলে, তখন পিএসএলের গ্রাফও উপরের দিকে যায়। আমরা আসন্ন মরসুমে আমাদের সমর্থকদের খুশি করার আপ্রাণ চেষ্টা করবো।”
Also Read: IPL 2025: দল জিতলেও এই বিদেশী তারকা হয়ে উঠেছে দিল্লীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ !!