PSL-এ সাক্ষাৎকার চলাকালীন হাসান আলির কাণ্ড দেখে অপ্রস্তুত সুন্দরী সঞ্চালিকা, ভাইরাল হলো ভিডিও !! 1

পাকিস্তান ক্রিকেটে এখন ঘটনার ঘনঘটা। জাতীয় দলের জার্সিতে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের একটানা হার নিয়ে দিনকয়েক আগেই সরগরম হয়েছিলো পাক ক্রিকেটমহল। রামিজ রাজাদের (Ramiz Raja) ভারত বিরোধী মন্তব্য ও এশিয়া কাপ আয়োজন নিয়ে হয়েছে আরেক প্রস্থ বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে PSL। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ রোজই আসছে খবরের শিরোনামে।

দিনকয়েক আগে বাবর আজম (Babar Azam) ও টেল এন্ডারকে একই ভাবে বোলিং করেন বলে বাবর ভক্তদের রোষের মুখে পড়েছিলেন পেসার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর উইকেট উদযাপনের ভঙ্গী নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে দিনকয়েক হলো। মাঝপিচে বোলার হাসান আলির (Hasan Ali) দিকে ব্যাট হাতে তেড়ে গিয়ে সাংবাদিকদের খবরের খোরাক যুগিয়েছিলেন স্বয়ং পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)।

এবার হাসান আলির আরও একটি কীর্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সতীর্থ খেলোয়াড়ের সাক্ষাৎকার হাইজ্যাক করে সমাজমাধ্যমের আলোচনায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানী পেসার।

সঞ্চালিকা’কে সমস্যায় ফেললেন হাসান আলি-

HASAN ALI | PSL | image: Twitter
Hasan Ali interrupted Azam Khan’s interview with Zainab Abbas during PSL

PSL-এর ১৩তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) মুখোমুখি হয়েছিলো কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators)। ইসলামাবাদ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন পাক কিংবদন্তী মইন খানের (Moin Khan) পুত্র আজম খান (Azam Khan)।

ইনিংসের শেষে ২৪ বর্ষীয় উইকেটরক্ষক-ব্যাটারের সাক্ষাৎকার নিচ্ছিলেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালিকা জায়নাব আব্বাস (Zainab Abbas)। আজম তখন মন দিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাৎ’ই দৌড়ে আসেন হাসান আলি (Hasan Ali)। আজম খানের গাল টিপে দিয়ে যেভাবে এসেছিলেন, তেমনভাবেই ঝোড়ের গতিতে দৌড়ে সরে যান। ঘটনার আকস্মিকতায় চমকে যান আজম খান।

কোনোরকমে সামলে নিয়ে সাক্ষাৎকার চালু রাখেন। অপরপক্ষে বেশ অপ্রস্তুতে পড়েন জায়নাব’ও (Zainab Abbas)। আচমকা কি ঘটে গেলো বুঝতে বেশ খানিকটা সময় লাগে তাঁর। তাঁর মুখের অভিব্যক্তিতেই ধরা পড়ে মনের ভাব। শেষ পর্যন্ত অবশ্য হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে সাক্ষাৎসার সারেন ক্রিকেটার ও সঞ্চালিকা দু’জনেই।

দেখুন ভিডিও-

PSL-এ বাবা’র বিরুদ্ধে ঝড় তুললেন ছেলে-

AZAM KHAN, MOIN KHAN | PSL | image: twitter
Pakistan legend Moin Khan’s son Azam Khan played a brilliant knock against Quetta Gladiators

ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স’কে ৬৩ রানে হারায় ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদের জার্সিতে দুর্দান্ত খেলেন আজম খান (Azam Khan)। ২৪ বর্ষীয় উইকেটরক্ষক-ব্যাটার ৯৭ রান করেন তিনি। মারেন ৯টি চার এবং ৮টি ছক্কা।  মাত্র ৩ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। উইন্ডিজ তারকা ওডিন স্মিথের বলে বোল্ড হয়ে উইকেট খোয়ান তিনি।

ঘটনাচক্রে কোয়েট্টা দলের পরামর্শদাতা মইন খান (Moin Khan) সম্পর্কে আজম খানের বাবা। পিতার দলের বিরুদ্ধেই পুত্রের ব্যাটে দেখা গেলো রানের বিস্ফোরণ। বড় ইনিংস খেলার পর হাত দিয়ে পিতার দিকে ইঙ্গিতও করেন পুত্র আজম খান (Azam Khan)।

ম্যাচে ভালো পারফর্ম করেন হাসান আলিও (Hasan Ali)। পাকিস্তানের তারকা পেসার ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *