২০২৬ আইপিএলের আগেই ভাগ্য খুললো KKR তারকার, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন হর্ষিত রানা !! 1

আইপিএল (IPL 2025) তরুণ ক্রিকেটারদের জন্য বড়ো মঞ্চ হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতিবছর এই টুর্নামেন্টে অসংখ্য নতুন ক্রিকেটার অংশগ্রহণ করে নিজেদের পরিচয় তৈরি করে। এই বছর আইপিএলে (IPL 2025) আমরা প্রিয়াংশ আর্য (Priyansh Arya), বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো তরুণ ব্যাটসম্যানদের ব্যাটিং করতে দেখেছি। রজত পাটিদারের (Rajat Patidar) মতো ক্রিকেটার প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে দলকে ট্রফি এনে দিয়েছেন। তবে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স (KKR) সেইভাবে ছন্দে ছিল না। এবার এই দলের তারকা পেসার হর্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read Also: “শুভমান তো ধোনি বা সৌরভ নয়…” চতুর্থ টেস্টের আগে ভারত অধিনায়ককে সতর্ক করলেন বিশ্বজয়ী প্রাক্তনী !!

অধিনায়কের পদ পেলেন হর্ষিত-

২০২৬ আইপিএলের আগেই ভাগ্য খুললো KKR তারকার, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন হর্ষিত রানা !! 2
Harshit Rana | Images: Instagram

২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে যুক্ত হর্ষিত রানা (Harshit Rana)। গত বছর নাইট বাহিনী টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হর্ষিত। আইপিএলের (IPL 2025) মঞ্চে দুরন্ত পারফর্মেন্স করার পর জাতীয় দলের হয়েও নিজেকে মেলে ধরেছেন এই তারকা পেসার। এবার তাকে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে। এই বছর দিল্লি প্রিমিয়ার লিগের (Delhi Premier League) দ্বিতীয় মৌসুম শুরু হতে চলেছে।

এই টুর্নামেন্টে নর্থ দিল্লি স্ট্রাইকার্স (North Delhi Strikers) নতুন অধিনায়ক হিসেবে এবার হর্ষিত রানাকে (Harshit Rana) বেছে নিলো। গত মরসুমে প্রাণশু বিজয়রণ (Pranshu Vijayran) এই দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলে ছিলেন। সম্প্রতি ৬ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) নিলাম অনুষ্ঠিত হয়েছিল। তার আগে নর্থ দিল্লি স্ট্রাইকার্স হর্ষিত রানাকে (Harshit Rana) দলে ধরে রাখে। উল্লেখ্য এই দলের হয়ে হর্ষিতের সঙ্গে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) মতো অভিজ্ঞ তারকাকে অংশগ্রহণ করতে দেখা যাবে।

নাইটদের ভরসা হর্ষিত-

২০২৬ আইপিএলের আগেই ভাগ্য খুললো KKR তারকার, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন হর্ষিত রানা !! 3
Harshit Rana | Images: Getty Images

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে হর্ষিত রানা (Harshit Rana) ১৩ ম্যাচে ১৯ টি উইকেট সংগ্রহ করেন। এর ফলে তিনি টুর্নামেন্টে যুগ্মভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। এই বছর আইপিএলে (IPL 2025) নাইট রাইডার্স নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছাতে পারিনি। তবে বল হাতে যথাসাধ্য লড়াই করেছিলেন হর্ষিত। তিনি ১৩ ম্যাচে মোট ১৫ টি উইকেট সংগ্রহ করেন।

অন্যদিকে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রকাশিত ভারতীয় দলে প্রথমে হর্ষিত রানার (Harshit Rana) নাম ছিল না। কিন্তু এই সিরিজে প্রথম ম্যাচ শুরুর কয়েকদিন আগে এই তারকা পেসারকে দলে যুক্ত করা হয়েছিল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানান দলে কয়েকজনের চোট সমস্যা থাকায় এই তারকা পেসারকে ডাকা হয়েছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর ভারতে (IND vs ENG) ফিরে আসেন হর্ষিত। উল্লেখ্য এখনও পর্যন্ত এই কেকেআর (KKR) তারকা ভারতের হয়ে ২ টি টেস্ট ম্যাচে ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার ৫ টি ওডিআই ম্যাচে ১০ উইকেট আছে।

Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *