অভিশাপ আশীর্বাদ রূপে কাজ করেছে হার্ষিত রানার, ঘুম হারাম করলো অস্ট্রেলিয়ার !! 1

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর ভারতীয় দল সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নেমেছে। সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে ভারতীয় দল। ভারতীয় দলের কথা বলতে গেলে, রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্বিতীয় ম্যাচে রান পেলেও বাঁকি ব্যাটসম্যানদের ব্যার্থতার জন্য বড় রান বানাতে সক্ষম হয়নি ভারতীয় দল। প্রথম দুই ম্যাচ হারের পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ম্যাচটি শুরু হয়েছে। তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মিচেল মার্স (Mitchell Marsh)। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা ভালো হলেও শেষটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া দল।

দুরন্ত বোলিং হার্ষিত রানার

হার্ষিত রানা
Harshit Rana | Image: Getty Images

৬১ রানে প্রথম উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া এবং ২৩৬ রানেই গুটিয়ে যায় পুরো দল। ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্ষিত রানার (Harshit Rana) অনবদ্য বোলিংয়ে বেশি রান বানাতে পারেনি অজি ব্রিগেড। উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারিকে প্রথম শিকার বানান হার্ষিত, পরে কুপার কোনোলি (Cooper Connolly), মিচেল ওয়েন এবং জস হ্যাজেলউডকে (Josh Hazlewood) প্যাভিলিয়নে ফেরান। হাই ভোল্টেজ ম্যাচে চার উইকেট নিয়ে আজকের পোস্টার বয় ছিলেন হার্ষিত। এর আগেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে অসাধারন একটি ফিনিশিং ইনিংস খেলেছিলেন হার্ষিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১৮ বলে ২৪ রানের একটি ইনিংস খেলেছিলেন।

Read More: সিরিজ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার, ছিঠকে গেলেন ৩-৪ টি ম্যাচ থেকে !!

হার্ষিতকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে সমাজ মাধ্যমে

অভিশাপ আশীর্বাদ রূপে কাজ করেছে হার্ষিত রানার, ঘুম হারাম করলো অস্ট্রেলিয়ার !! 2
Harshit Rana | Image: Getty Images

চলমান সিরিজে হার্ষিত রানার (Harshit Rana) নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। বর্তমানে হার্ষিত রানা এবং শুভমান গিল হলেন এমন দুই খেলোয়াড় যারা বর্তমানে ভারতের অল ফরম্যাট খেলোয়াড়। শুভমান এখন দলের দায়িত্বে রয়েছেন যে কারণে তিনি তিন ফরম্যাটের খেলোয়াড়। তবে, হার্ষিতের দলে নির্বাচন নিয়ে প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের মধ্যেও প্রশ্ন উঠেছে। কৃষ্ণমাচরি শ্রীকান্ত থেকে শুরু করে মোহম্মদ কাইফরা হার্ষিত রানার দলে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। ভক্তরাও পাশে দাঁড়াননি হার্ষিতের। রিতিমতন সকলের থেকেই অভিশাপ পেয়েছেন। তবে, সেই অভিশাপ এবার আশীর্বাদ রূপে ফিরে এসেছে।

Read Also: চলতি ওডিআই ম্যাচে চোট পেলেন তারকা অলরাউন্ডার, ছিটকে গেলেন সিরিজ থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *