৪,৪,৪,৬... ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালালেন হার্ষিত রানা, ড্রেসিংরুমের ভিতর গর্জন গম্ভীরের !! 1

IND vs AUS : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার হতাশাজনক ব্যাটিংয়ে নির্ধারিত কুড়ি ওভার ও ব্যাটিং করতে ব্যর্থ হলো দল। ১৮.৪ ওভারেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের পক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করে দেখালেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও হার্ষিত রানা (Harshit Rana)। দলের দুই তারকার উপর ভরসা রেখেই টিম ইন্ডিয়া সম্মান জনক স্কোর বানাতে সক্ষম হয়েছে। ভারতীয় দল ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে কেবলমাত্র ১২৫ রান বানাতে সক্ষম হয়েছে।

Read More: “সূর্য উঠবে তবুও নাইট…” KKR-এ যাচ্ছেন না রোহিত শর্মা, রহস্যময় পোস্টে নিশ্চিত করলো মুম্বাই পল্টন !!

টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের শুরুটা একেবারে ভালো হয়নি। পাওয়ার প্লের ভিতর ৪ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথমে শুভমান গিল (Shubman Gill) ১০ বলে ৫ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। এরপর, ৪ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ক্যাপ্টেন স্কাই ৪ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি, ইনফর্ম তিলক ভার্মা (Tilak Varma) খাতা খুলতেই হয়েছিলেন ব্যার্থ। পাওয়ার প্লেতে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। পাওয়ার প্লে শেষে ৭ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন অক্ষর প্যাটেলও (Axar Patel), তিনিই ছিলেন আজকের তৃতীয় সর্বোচ্চ রান বানানো ব্যাটসম্যান। দুবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৪ রান। ভারতীয় দলের ব্যাটিং ধসকে সামাল দেন অভিষেক শর্মা ও হার্ষিত রানা।

রুদ্ধশ্বাস ব্যাটিং হার্ষিত রানার

Ind vs aus
Harshit Rana | Image: Getty Images

ব্যাট হাতে হার্ষিত রানা (Harshit Rana) অষ্টম ওভারেই ক্রিজে চলে আসেন এবং ৩৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। হার্ষিতের পাশাপশি, ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৮টি চার ও ২টি ছক্কায় দুরন্ত ইনিংস খেলেন অভিষেক। অন্যদিকে ভারতের টেলেন্ডাররা খাতা খুলতেই হয়েছে ব্যার্থ। অস্ট্রেলিয়া দলের বোলারদের কথা বলতে গেলে, তিন উইকেট তুলে নেন জস হ্যাজেলউড, ২ উইকেট নেন জেভিয়ার বারলেট, ২ উইকেট নেন নাথন এলিস এবং ১ উইকেট তুলে নেন মার্কস স্টয়নিস।

Read Also: IND vs AUS: মাঠেই প্রাণ হারালেন তরুণ তারকা, আত্মার শান্তির জন্য ‘কালো ব্যান্ড’ পরে মাঠে নামল ভারত-অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *