আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !! 1

বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। ব্যাটিং অর্ডারে বিরাট কোহলি (Virat Kohli), রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) দুরন্ত ফর্মে বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। কিন্তু বোলিং অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) থেকে হর্ষিত রানা (Harshit Rana) এইডেন মার্করামদের (Aiden Markram) বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেননি। এর ফলে প্রধান কোচ গৌতম গম্ভীর‌ও (Gautam Gambhir) সমালোচনার মুখে পড়েছেন। তার খুবই পছন্দের ক্রিকেটার হর্ষিত। এবার আইসিসির শাস্তির মুখে পড়লেন এই তারকা পেসার।

Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!

আইসিসির শাস্তির মুখে হর্ষিত-

আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !! 2
Harshit Rana and Dewald Brevis | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছে ভারতীয় দল। এই সিরিজের প্রথম ম্যাচ রাঁচিতে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচে বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ব্লু ব্রিগেডরা ৩৪৯ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে চাপ সৃষ্টি করেছিল প্রোটিয়ারা। তবে হর্ষিত রানা এবং কুলদীপ যাদবের (Kuldeep Yadav) দুরন্ত বোলিং’এ ভর করে লড়াইয়ে ফেরে ভারতীয় দল।

এই ইনিংসের ২২ তম ওভারে ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) উইকেট তুলে নিয়ে হর্ষিত রীতিমতো জ্বলে উঠেছিলেন। ডিওয়াল্ড যখন ড্রেসিংরুমের দিকে ফিরে যাচ্ছিলেন তখন এই তারকা পেসার তার দিকে আঙুল দেখিয়ে আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠেছিলেন। তার এই কর্মকাণ্ড এবার আইসিসির (ICC) শাস্তির মুখে পড়েছে। শৃঙ্খলাবিধির ২.৫ ধারা ভেঙেছেন হর্ষিত। এই নিয়ম অনুসারে ম্যাচ চলাকালীন এমন কোন ভাষা এবং অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না যা বিপক্ষ ক্রিকেটারকে প্ররোচিত করতে পারে।

তবে প্রথম ম্যাচে ভারতীয় তারকা পেসারের ভূমিকার কোনো প্রতিক্রিয়া করেননি ডেওয়াল্ড ব্রেভিস। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের অভিযোগ মেনে নিয়েছেন হর্ষিত।‌ ফলে শুনানির প্রয়োজন হয়নি। এটা তার ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ ছিল। তাই আইসিসি সতর্ক করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। ভবিষ্যতে এইরকম ঘটনা আর ঘটলে গম্ভীরের প্রিয় ছাত্রকে গুরুতর শাস্তির মুখে পড়তে হতে পারে।

ব্যর্থ হর্ষিত রানা-

আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !! 3
Harshit Rana and KL Rahul | Image: Getty Images

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। তবে দ্বিতীয় ম্যাচে রায়পুরে বল হাতে রীতিমতো হতাশ করেন তিনি। বুধবার প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত শতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং বিরাট কোহলি (Virat Kohli)।ফলে ব্লু ব্রিগেডরা ৩৫৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। কিন্তু ভারতের বোলিং আক্রমণ ব্যর্থ হলে চাপের মুখে পড়ে যায় দল।

রানা ১০ ওভারে ৭০ রান খরচ করে মাত্র ১ টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হন। প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) ২ উইকেট তুলে নিলেও ৮.২ ওভারে ৮৫ রান খরচ করে সমালোচনার মুখে পড়েছেন। ফলে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।‌

Read Also: “ভারতের হারিস রাউফ..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর ট্রোলের মুখ প্রসিদ্ধ কৃষ্ণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *