RCB-এর বিরুদ্ধে মাঠে নামার আগেই মাথায় বাজ KKR-এর, আহত হয়ে ছিটকে গেলেন এই তারকা !! 1

আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্টে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (KKR vs RCB)। ২০০৮ সালের পর আবার দুই দল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে। দুই দল তাদের নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামতে প্রস্তুত। প্রথমত, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব দলে যোগ দিয়েছেন এবং ফাফ ডু প্লেসিসকে এবার দিল্লি ক্যাপিটালস দলে দেখতে পাওয়া যাবে। যে কারণে উভয় দলে নতুন অধিনায়ককে দেখতে পাওয়া যাবে। মুম্বইয়ের অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবার কলকাতাকে নেতৃত্ব দেবেন এবং মধ্যে প্রদেশের রজত পতিদার দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব।

প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দুই দল। ক্রিকেটের নন্দনকানন অর্থাৎ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে দুই দল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাথায় বাজ পড়লো কলকাতা নাইট রাইডার্স দলের। স্টার প্লেয়ার গিয়েছেন ছিটকে। জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স দলের তারকা পেসার হার্ষিত রানা (Harshit Rana) চোটের কারণে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। জানা গিয়েছে, গতকাল উভয় দল যখন অনুশীলনে ব্যাস্ত ছিল তখন চোট পেয়েছিলেন হার্ষিত। গত মৌসুমে নাইট রাইডার্স দলের সবথেকে সফল পেসার ছিলেন হার্ষিত রানা। যে কারণে খুব সহজেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

Read More: IPL 2025: এই দলের হাতেই উঠবে আইপিএল ট্রফি, জানিয়ে দিলেন KKR’এর প্রাক্তন সদস্য !!

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বাদ পড়তে পারেন হার্ষিত

Ipl 2025
Harshit Rana | Image: Getty Images

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে অজি পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) দেখতে পাওয়া যাবে না। নিলামের মঞ্চে স্টার্ককে কিনেছে দিল্লি ক্যাপিটালস। যে কারণে এবার নাইট রাইডার্স দলের মুখ্য পেসারের ভূমিকা পালন করতে দেখা যাবে হার্ষিতকে। প্রথম ম্যাচের আগে তার চোট রিতিমতন চিন্তায় ফেলে দিয়েছে।

গতবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন যার মধ্যে বিরাট কোহলির উইকেটও ছিল। হার্ষিত যদি সুস্থ হয়ে না ওঠেন তাহলে সমস্যায় পড়বে নাইট রাইডার্স দল। হার্ষিত রানার আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২০ টি আইপিএল ম্যাচে তিনি ২৫টি উইকেট পেয়েছেন এবং ওভার পিছু দিয়েছেন ৯.০৫ রান।

Read Also: IPL 2025 KKR vs RCB: নতুন ভূমিকায় রিঙ্কু-ভেঙ্কটেশ, উদ্বোধনী ম্যাচে নাইট একাদশে নেই ট্রফি জয়ের অন্যতম নায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *