পাকিস্তানের বিরুদ্ধে নতুন অস্ত্র প্রয়োগ করবেন গৌতম গম্ভীর, এক নিমেষে রিজওয়ান বাহিনী হবে নাস্তানাবুদ !! 1

CT 2025: ভারতীয় ভক্তদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ। ভক্তরা এই ম্যাচ দেখার জন্য রীতিমতন অপেক্ষা করে থাকে আইসিসি ইভেন্টের। দুই দলকে কেবলমাত্র মাল্টিন্যাশনাল ইভেন্টে মুখোমুখি হতে দেখতে পাওয়া যায়। যে কারণে এই খেলার জনপ্রিয়তা তুঙ্গে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আপাতত উভয় দল একটি করে ম্যাচ খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। শুরুতেই নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছে পাকিস্তান দলকে এবং দ্বিতীয় দিনে বাংলাদেশকে পরাস্ত করেছে ভারত। ভারত বনাম বাংলাদেশের লড়াইয়ে ভারতকে রীতিমতন টক্কর দিয়েছে বাংলাদেশ, তাই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাকিস্তান।

পাকিস্তানকে টক্কর দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া

Ind vs ban,team india,ct 2025
IND vs BAN | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে গৌতম গাম্ভীরের নতুন অস্ত্র বড় ভূমিকা গ্রহণ করবে। প্রথম নয় এর আগেও একাধিকবার নানান মাস্টার স্ট্রোক খেলেছেন গৌতম গাম্ভীর। কখনো তিনি সফল হয়েছেন আবার কখনও তিনি অসফল থেকেছেন। ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার পর থেকে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) রীতি মতন ট্রোল হতে হয়েছে সমাজের মাধ্যমে। তবে গম্ভীরেটে নেওয়া এই সিদ্ধান্ত ভক্তদের রীতিমতন চমকে দিয়েছে। আসলে গত দুই বছরে ওডিআই ফরমেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়া মোহম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন ট্রফির (CT 2025) দল থেকেই বাদ দিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তার বদলে জাতীয় দলে হার্ষিত রানাকে (Harshit Rana) সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে মোহম্মদ সিরাজ খুব একটা সফল হতে পারেননি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অবশ্য বাবার আজমের উইকেটটি সিরাজই নিয়েছিলেন।

Read More: “ঈশ্বর আমাকে রক্ষা…” ধনশ্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর হাঁফ ছেড়ে বাঁচলেন যুজবেন্দ্র চাহাল, করলেন এই মন্তব্য !!

গম্ভীরের পছন্দের পাত্র হবেন পাকিস্তানের ত্রাস

Ind vs eng
Harshit Rana | Image: Getty Images

তাছাড়া, ২০২৩ সালের এশিয়া কাপে অবশ্য উইকেট পাননি তিনি। ভক্তরা সিরাজকে নিয়ে মাতামাতি করলেও সিরাজের ধার দিনদিন কমেই আসছিল, অতিরিক্ত আগ্রাসন নিয়ে বোলিং করা ছাড়া তার বোলিংয়ে কোনো ধারই ছিল না। গৌতম কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর থাকার সময় হার্ষিত রানার (Harshit Rana) সঙ্গে কাজ করেছেন। যে কারণে জাতীয় দলেও তাকে জলদি সুযোগ দেওয়ার পিছনে বড় ভূমিকা তাঁরই। আর পাকিস্তানের বিরুদ্ধে হার্ষিত রানা হতে পারে বড় সারপ্রাইজ প্যাকেজ। হার্ষিত রানা কেবলমাত্র ৪টি ওডিআই ম্যাচ খেলেছেন। আর প্রথম চার ম্যাচেই অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন তিনি। আপাতত হার্ষিত ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর হার্ড লেন্থ বল সমস্যায় ফেলেছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের, দুবাইয়ের ধীরগতির উইকেটে হার্ষিত হতে পারেন ভারতীয় দলের তুরুপের তাস।

Read Also: CT 2025 IND vs BAN Highlights: দুবাইয়ের মাঠে চূর্ণ বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *