ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হর্ষিত রাণা (Harshit Rana)। মাত্র ২২ বছর বয়স তাঁর, এর মধ্যেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাইশ গজে। ভারতীয়-এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম্যান্স করেছেন। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) তৃতীয় ট্রফি জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন তিনি। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলদের মত তারকাকে পিছনে ফেলে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারী ফাস্ট বোলার। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জায়গা করে নিয়েছেন সিনিয়র টিম ইন্ডিয়া (Team India) স্কোয়াডেও। যদিও এখনও মাঠে নামার সুযোগ মেলে নি। তবে খুব দ্রুতই যে অভিষেক করবেন তিনি, সে বিষয়ে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। হর্ষিতকে (Harshit Rana) সাধারণত ফাস্ট বোলার হিসেবেই জানে ক্রিকেটদুনিয়া। কিন্তু ব্যাটিং-এও তিনি যে সমান দড়, তা তিনি প্রমাণ করেন ২০২৩-এর দলীপ ট্রফিতে।
Read More: টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হচ্ছে শুভমান গিলের জন্য, প্রাক্তন অধিনায়ক ছিনিয়ে নিচ্ছেন জায়গা !!
ব্যাটিং-এ জাত চেনালেন হর্ষিত রাণা-
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৩-এর দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ-ইস্ট জোনের মুখোমুখি হয়েছিলো নর্থ জোন। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় নর্থ-ইস্ট। এই ম্যাচেই নিজের ব্যাটিং দক্ষতা ক্রিকেটজনতার সামনে তুলে ধরেন হর্ষিত রাণা। মিডল অর্ডারের অধিকাংশ ক্রিকেটার রান পান নি। নিশান্ত সিন্ধুর (Nishant Sindhu) সাথে জুটি বেঁধে দল’কে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান হর্ষিত (Harshit Rana)। লাল বলের ক্রিকেটেও দেখা যায় টি-২০’র ঝলক। হর্ষিতের ব্যাট থেকে আসে ১২টি চার ও ৯টি বিশাল ছক্কা। প্রায় ১৪২ স্ট্রাইক রেটে নর্থ-ইস্ট জোনের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি। হর্ষিতকে (Harshit Rana) আউট করার পন্থা আর খুঁজে পায় নি উত্তর-পূর্বাঞ্চলের বোলাররা। তিনি অপরাজিত থাকেন ৮৬ বলে ১২২ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও এটাই হর্ষিতের সর্বোচ্চ স্কোর।
বিশাল জয় নর্থ জোনের-
শক্তিশালী নর্থ জোনের বিরুদ্ধে নর্থ-ইস্ট যে সমস্যায় পড়বে, তেমনটা আন্দাজ করেইছিলেন বিশেষজ্ঞরা। মাঠেও দেখা গেলো সেই চিত্র’ই। শুরুতে ব্যাটিং করতে নামা নর্থ জোনের হয়ে প্রথম ইনিংসে শতরান করেন তিনজন। হর্ষিতের ১২২-এর পাশাপাশি ওপেনার ধ্রুব শোরে (Dhruv Shorey) করে যান ১৩৫ রান, মিডল অর্ডারে তরুণ নিশান্ত সিন্ধু’ও (Nishant Sindhu) করেন ১৫০। ৮ উইকেটের বিনিময়ে ৫৪০-এ পৌঁছে ডিক্লেয়ার করে দেয় তারা। জবাবে নর্থ ইস্ট গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। সিদ্ধার্থ কৌল ও পুলকিত নারাং ৩টি করে উইকেট পান। প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাঠে নামে নর্থ জোন। অঙ্কিত কুমারের ৭০, প্রভসিমরণ সিং-এর ৫৯-এর সুবাদে তারা ২৫৯/৬ অবস্থায় ডিক্লেয়ার করে ইনিংস। ৬৬৬ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে নর্থ ইস্ট থামে ১৫৪ রানে। ৫১১ রানের ব্যবধানে জেতে নর্থ জোন।
হর্ষিত রাণা’র কেরিয়ার পরিসংখ্যান-
দিল্লীর হর্ষিত রাণা (Harshit Rana) ক্রিকেটদুনিয়ায় অপেক্ষাকৃত নবীন মুখ। ২০২২ সালে সিনিয়র সার্কিটে পদার্পণ করেছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই প্রতিভার জোরে বুঝিয়ে দিয়েছেন যে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার মালমশলা মজুত রয়েছে তাঁর ঝুলিতে। এখনও অবধি তিনি খেলেছেন মাত্র ৭টি প্রথম শ্রেণির ম্যাচ। ৯ ইনিংসে ৪৯.০০ গড়ে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। ১টি শতরান ও ১টি অর্ধশতক রয়েছে ঝুলিতে। সাথে নিয়েছেন ২৮টি উইকেট’ও। লিস্ট-এ ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট সংখ্যা ২২। গড় ২৩.৪৫, ইকোনমি রেট ৫.৫৪। ব্যাট হাতে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৭ ইনিংসে তাঁর রান সংখ্যা ৬৮। গড় ৯.৭১। টি-২০তে তিনি ২৫ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন। কেকেআর-এর হয়ে আইপিএলে ২১ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট।