harshit-nitish-back-gautam-gambhir

নাইট রাইডার্সের (KKR) তিনটি আইপিএল (IPL) খেতাব জয়ের সাথেই নাম জড়িয়ে রয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ২০১২ ও ২০১৪ সালে প্রথম দুটি ট্রফি জয়ের সময় বেগুনি-সোনালী শিবিরের অধিনায়ক ছিলেন তিনি। আর ২০২৪-এ যখন তৃতীয় ট্রফি জেতে শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি, তখন মেন্টর হিসেবে ছিলেন তিনি। স্বাভাবিক কারণেই দিল্লীর ক্রিকেটারকে ‘লাকি চার্ম’ মনে করেন নাইট সমর্থকেরা, বসান কিংবদন্তির আসনে। এই ব্যক্তি পুজো একেবারেই অপছন্দ বাংলার ক্রিকেট তারকা মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। ২০১২ সালে তিনি ছিলেন নাইট রাইডার্সের ট্রফিজয়ী স্কোয়াডে। চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনালে ‘উইনিং স্ট্রোক’ও এসেছিলো তাঁর ব্যাট থেকেই। ফ্র্যাঞ্চাইজির সাফল্য একা গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে আসে নি, দলের বাকিদেরও একই পরিমাণ অবদান ছিলো, মনে করেন তিনি।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক শিবিরে ফিরছেন ‘ভারতের ত্রাস’, মাঠে নামার আগে চাপ বাড়লো রোহিতদের উপর !!

মনোজকে একহাত নিলেন হর্ষিত-নীতিশ-

Nitish Rana and Gautam Gambhir | Image: Instagram
Nitish Rana and Gautam Gambhir | Image: Instagram

সম্প্রতি সংবাদমাধ্যম টিভি ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সরাসরি গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) খোঁচা দিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি জানান, “গৌতম গম্ভীর একা তো কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি এনে দেয় নি। ক্যালিস, নারাইন, আমি-আমরা সকলে একজোট হয়ে দলের সাফল্যে অবদান রেখেছিলাম। কিন্তু দিনের শেষে স্বীকৃতিটা কে নিয়ে গেলো? গম্ভীরের পিআর এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে পুরো স্বীকৃতিটা ও’ই পায়।” ক্রিকেট কেরিয়ারে বরাবর সুপারস্টার সংস্কৃতির বিরোধিতা করে এসেছেন গম্ভীর (Gautam Gambhir)। জোর দিয়েছেন সমষ্টিগত সাফল্যে। আর তাঁর বিরুদ্ধেই অন্যের কৃতিত্ব ‘চুরি’ করে নেওয়ার অভিযোগ ওঠায় স্বভাবতই চমকে গিয়েছিলেন ক্রিকেটজনতা। গতকাল থেকেই গুঞ্জন শুরু হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। মনোজের বক্তব্যের পক্ষে-বিপক্ষে জমেছিলো মতামত।

কৃতিত্ব ঠিক কার? এই নিয়ে বিতর্কের মাঝেই এক প্রাক্তন ও এক বর্তমান নাইটকে পাশে পেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গতকাল ইন্সটাগ্রাম স্টোরিতে মনোজকে নিশানা করেন হর্ষিত (Harshit Rana) ও নীতিশ রাণা। তরুণ তুর্কি হর্ষিত এখনও রয়েছেন নাইট রাইডার্সে। গম্ভীরের হাত ধরেই লাইমলাইটে এসেছেন তিনি। ২০২৪-এর আইপিএলে স্টার্ক-রাসেলদের কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছেন। নিয়েছেন ১৯ উইকেট। দিল্লীর পেসার লেখেন, “নিজস্ব নিরাপত্তাহীনতার জন্য অন্য কারও সমালোচনা করা মোটেও ঠিক নয়। গৌতি ভাই এমন একজন মানুষ যিনি নিজের থেকে বেশী অন্যের চিন্তা করেন। কোনো খেলোয়াড়ের খারাপ সময়ে সবসময় তিনি তাঁর পাশে থাকেন। ভালো সময়ে তাঁকে নিয়ে আসেন লাইমলাইটে। বারবার এমনটা করেছেন তিনি। কি করে খেলা ঘোরাতে হয় তা ভালো করে জানেন তিনি।”

সাত বছর নাইট রাইডার্সে কাটিয়েছেন নীতিশ রাণা (Nitish Rana)। এবারের মেগা নিলামে গিয়েছেন রাজস্থান রয়্যালসে। তা সত্ত্বেও গম্ভীর প্রসঙ্গে তিনি যে এখনও সংবেদনশীল, তা বুঝিয়ে দিয়েছেন বাম হাতি ব্যাটার। মনোজের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁর মন্তব্য, “সমালোচনা হওয়া উচিৎ সত্যের ভিত্তিতে, কারও ব্যক্তিগত নিরাপত্তাহীনতার ভিত্তিতে নয়। জীবনে যতজন স্বার্থহীন ক্রিকেটারের সাথে সাক্ষাৎ হয়েছে তাঁদের মধ্যে গৌতি ভাই একজন। কঠিন পরিস্থিতিতে যেভাবে উনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন, তেমনটা আর কেউ করেন না।” এরপর মনোজকে খোঁচা দিয়ে লিখেছেন, “…পারফর্ম্যান্স থাকলে পি আর লাগে না। ওণার ট্রফিগুলোই ওনার হয়ে কথা বলে।” রঞ্জি ট্রফিতে একবার জোর সংঘাতে জড়িয়েছিলেন গম্ভীর ও মনোজ। তবে এবার বাংলার প্রাক্তনীর মন্তব্যের কোনো জবাব এখনও দেন নি ভারতীয় কোচ।

দেখুন নীতিশ ও হর্ষিতের মন্তব্য-

আত্মপক্ষ সমর্থন মনোজের-

Manoj Tiwary and Gautam Gambhir | Image: Getty Images
Manoj Tiwary and Gautam Gambhir | Image: Getty Images

মনোজ-গম্ভীর (Gautam Gambhir) দড়ি-টানাটানিতে নয়া অধ্যায় যুক্ত হয় গতকাল রাতে। ট্যুইটারে একটি অ্যাকাউন্ট থেকে তাঁর মন্তব্যটি পোস্ট করা হয়েছিলো। সেটিকে রিট্যুইট করে কড়া ভাষায় জবাব দেন প্রাক্তন বাংলা অধিনায়ক। লেখেন, “আমার পুরো সাক্ষাৎকারটি কেন আপনার ফলোয়ারদের জন্য তুলে দেন নি? তাহলে সকলেই বুঝতে পারতেন কোন প্রসঙ্গে ঐ মন্তব্যটি আমি করেছিলাম। শুধু প্রতিক্রিয়া পাওয়ার লোভে মাত্র কয়েকটা লাইন তুলে দেওয়া মোটেই সঠিক কাজ নয়।” নিজের ট্যুইটার প্রোফাইলে সম্পূর্ণ সাক্ষাৎকারটিও পোস্ট করেছেন মনোজ (Manoj Tiwary)। লিখেছেন, “আমায় ট্যাগ করে ভারতীয় দল ও গৌতম গম্ভীর সম্বন্ধে নিজেদের মতামত দেওয়ার আগে সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনুন, অনুবাদ করে নিন। তারপর এসে বিতর্ক করবেন। যাবতীয় প্রশ্নের জবাব দিতে আমি তৈরি।” তবে মনোজ যাই বলুন, গম্ভীর ভক্তদের রোষানল যে এখনি নিভছে না তা দিনের আলোর মত পরিষ্কার।

দেখুন মনোজের ট্যুইট’টি-

Also Read: “গম্ভীর KKR-কে জেতায় নি…” বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারি’র, উপেক্ষার অভিযোগ তুললেন প্রাক্তন নাইট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *