harsha-bhogle-picks-best-t20-wc-xi

এক মাস ব্যপী জমজমাট ক্রিকেটের পর গত শনিবার যবনিকা পড়েছে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। বার্বাডোজের কেনসিংটন ওভালে এক রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে ভারতীয় দল। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রথমবার অংশগ্রহণ করেই খেতাব ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। তার সতেরো বছর পর দ্বিতীয়বার জয় পেলো তারা। অন্যদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপ প্রতিযোগিতার ফাইনালে গিয়েও খালি হাতেই ফিরতে হলো প্রোটিয়াদের। এর আগে আইসিসি টুর্নামেন্টে এইডেন মার্করা্মের (Aiden Markram) অধিনায়কত্বে তারা জিতেছিলো টানা ১৬টি ম্যাচ। নেতা হিসেবে প্রথমবার হারলেন মার্করাম’ও। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অসামান্য এক টুর্নামেন্ট শেষে সেরা পারফর্মারদের পরিসংখ্যান নিয়ে চলছে কাটাছেঁড়া। আগেই সেরা একাদশ বেছে নিয়েছিলো আইসিসি। সেই ট্রেন্ডে যোগ দিলেন হর্ষ ভোগলেও (Harsha Bhogle)।

Read More: বিরাট-রোহিতের সাথ দিল এই কিংবদন্তি ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন অবসর !!

আইসিসি’র তরফে ঘোষিত দল-

Indian Cricket Team with T20 World Cup Trophy | Image: Getty Images
Indian Cricket Team with T20 World Cup Trophy | Image: Getty Images

ফাইনালের পরেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেরা দল ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রোহিত শর্মা’কে (Rohit Sharma)। টুর্নামেন্টে ২৫৭ রান করেছেন তিনি। হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। হিটম্যানের সাথে ওপেনার হিসেবে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আফগান উইকেটরক্ষক সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে ২৮১ রান। তিন নম্বরে রাখা হয়েছে নিকোলাস পুরান’কে। উইন্ডিজ তারকা আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ৯৮ রান করেছিলেন। টুর্নামেন্টে তাঁর মোট সংগ্রহ ২২৮। চার নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মোট ১৯৯ রান করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া অর্ধশতক সূর্যকে রেখেছে সেরাদের তালিকায়।

অলরাউন্ডার হিসেবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেরা এগারোতে রয়েছেন মার্কাস স্টয়নিস। ১৬৯ রানের পাশাপাশি ১০ উইকেট রয়েছে তাঁর। এরপর রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক করেছেন ৮ ম্যাচে ১৪৪ রান। এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতকও রয়েছে। তিনি নিয়েছেন ১১টি উইকেটও। সাথে অক্ষরের ঝুলিতে জমা পড়েছে ৯২ রান ও ৯টি উইকেট। ফাইনালে তাঁর ৪৭ রানের ইনিংস ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। বোলিং বিভাগে রয়েছেন রশিদ খান (Rashid Khan)। আফগান তারকা নিয়েছেন ১২ উইকেট। যথাক্রমে ১৫ ও ১৭টি উইকেট নিয়ে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর্শদীপ সিং। তৃতীয় আফগান হিসেবে রয়েছেন ফজলহক ফারুকি। ১৭ উইকেট নিয়ে আর্শদীপের সাথে যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।

এক নজরে আইসিসি’র বেছে নেওয়া দল-

রোহিত শর্মা (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, ফজলহক ফারুকি।

দ্বাদশ ব্যক্তি- অনরিখ নর্খিয়া।

সেরা একাদশ বাছলেন হর্ষ ভোগলেও-

Harsha Bhogle | T20 World Cup | Image: Getty Images
Harsha Bhogle | Image: Getty Images

প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষে তাঁর নিজের পছন্দের এগারো ক্রিকেটারকে বেছে নিয়েছেন। আইসিসি’র নির্বাচিত এগারো সদস্যের মধ্যে অনেকেই হায়গা পেয়েছেন হর্ষের একাদশেও। কিন্তু রয়েছে কিছু কিছু ব্যতিক্রম’ও। সংখ্যার হিসেবে তাঁর বেছে নেওয়া এগারো জনের মধ্যে ছয় জন ভারতীয়। মাত্র ১ জন রয়েছেন ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা থেকে। ১ জন অস্ট্রেলিয়ান ও ১ জন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন। ২ জন ক্রিকেটার রয়েছেন আফগানিস্তান থেকে। আইসিসি’র একাদশের মতই অধিনায়ক হিসেবে রোহিত শর্মা’কে (Rohit Sharma) বেছে নিয়েছেন হর্ষ। ওপেনার হিসেবে থাকছেন সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাজই (Rahmanullah Gurbaz)। তিনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবে নিকোলাস পুরানকে (Nicholas Pooran) রেখেছেন তিনি। চারে থাকছেন সূর্যকুমার।

মার্কাস স্টয়নিসের পারফর্ম্যান্স মনে ধরেছেন হর্ষেরও। তাঁকে একাদশে জায়গা দিয়েছেন তিনি। আইসিসি একাদশে না থাকলেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তিনি বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen)। রয়েছেন ভারতীয় সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তবে অক্ষর নয়, বরং চায়নাম্যান স্পিনার কুলদীপকে খেলানোর পক্ষপাতী তিনি। ওয়েস্ট ইন্ডিজ পর্বে দলে যোগ দিয়েও ১০ উইকেট নিয়েছেন কুলদীপ (Kuldeep Yadav)। আফগানিস্তান অধিনায়ক রশিদ খান’কে বেছে নিয়েছেন। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ফজলহক ফারুকি’কে (Fazalhaq Farooqi) দলে রাখেন নি হর্ষ ভোগলে। তাঁর পছন্দের পেস বিভাগে রয়েছেন দুই ভারতীয়-আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ।

এক নজরে হর্ষের একাদশ-

Also Read: T20 World Cup: ট্রফি জিতেও রক্ষা নেই, ভারতীয় খেলোয়াড়দের নামে FIR দায়ের UP পুলিশের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *