Harry Brook: আর মাত্র ১২ দিনের অপেক্ষা, কলকাতার ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলকে আইপিএলের ১৮তম (IPL 2025) সিজিন শুরু হতে চলেছে। তবে, আইপিএলের নতুন মরশুম শুরু হওয়ার আগেই বিপাকে পড়লো দিল্লি ক্যাপিটালস (DC)। ইংল্যান্ড দলের তারকা মিডিল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক (Harry Brook) আসন্ন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন।
নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে হ্যারি ব্রুক লেখেন, “আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি বিশেষভাবে দিল্লি কাভিটালস দল, তাদের সমর্থক দের কাছে বিশেষভাবে ক্ষমাপ্রার্থী। এটা ইংলিশ ক্রিকেট দলের কাছে একটি গুরুত্বপূর্ণ সময়। আমি দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন। তবে জাতীয় দলের হয়ে খেলাটা সম্মানের।” তবে ব্রুকের নেওয়া এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে বড় বিপত্তি ডেকে আনবে বলেই নেটিজেনদের ধারণা। আইপিএল শুরুর ১২ দিন আগে ব্রুকের এই সিদ্ধান্তে তাকে ব্যানের মুখে পড়তে হবে।
Read More: “এখুনি না …”, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসরের জল্পনা নিয়ে স্পষ্ট জবাব দিলেন রোহিত শর্মা !!
IPL-এর নতুন নিয়ম

আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে আইপিএল ২০২৫ (IPL 2025) এর আগে জানানো হয়েছিল যে, যদি কোনো বিদেশি খেলোয়াড় নিলামে নাম লেখান এবং তাকে কোনো ফ্রাঞ্চাইজি কেনে তাহলে বাধ্যতামূলক ভাবে তাকে সেই দলের হয়ে খেলতে হবে। যদি সে নিলামে দল পাওয়ার পর নিজের নাম আইপিএল থেকে প্রত্যাহার করেন তাহলে তাঁকে আগামী দুই বছরের জন্য আইপিএলের থেকে ব্যান করা হবে। কেবলমাত্র শারীরিক অসুস্থতা কিংবা চোটের কারণে কেউ যদি আইপিএল খেলতে না পারেন, তখন সেটা গ্রাহ্য হবে।
আগেও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক

এই প্রথম নয়, এর আগেও ২০২৪ সালের আইপিএলেই ঠাকুমা মারা যাওয়ার কারণে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক। গত বারেও দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার কথা ছিল ব্রুকের। তবে, তিনি স্কোয়াডে শামিল না হওয়াতে সমস্যায় পড়তে হয়েছিল দিল্লিকে। আবার ২০২৫ সালের আইপিএলে এই বিদেশি তরুণ তুর্কিকে নিয়ে সমস্যায় পড়লো দিল্লি ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, আইপিএলের মঞ্চে ব্রুককে একটি সিজিনে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। সেই মৌসুমে অবশ্য ছন্দ খুঁজে পাননি তিনি, ২০২৩ সালের আইপিএলে ১১ ম্যাচে ২১.১১ গড়ে ও ১২৩.৩৮ স্ট্রাইক রেটে ১৯০ রান বানিয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।