সেপ্টেম্বর মাসে চীনের হাংঝৌতে বসছে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games) আসর। এই প্রথমবার এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট দল পাঠাচ্ছে ভারত। এশিয়া, বিশেষ করে উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে এশিয়ান গেমসে ক্রিকেট বিভাগে সোনার পদকের অন্যতম দাবীদার ‘টিম ইন্ডিয়া।’ বিশ্বকাপের জন্য সিনিয়র পুরুষ দল সেপ্টেম্বর-অক্টোবর মাসে ব্যস্ত থাকবে। ফলে দ্বিতীয় সারির ক্রিকেট দল চীনে পাঠাচ্ছে ভারতীয় বোর্ড। তবে মেয়েদের ক্রিকেটে পূর্ণ শক্তির দলই এশিয়ান গেমসের (Asian Games) আসরে পাঠানোর ভাবনা রয়েছে রজার বিনি, জয় শাহদের। স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজদের মত তারকাদের সামিল করেই এশিয়ান গেমসের দল গড়া হয়েছে।
গত বছর কমনওয়েলথ গেমসে ফাইনালে পৌঁছেছিলো ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ‘এশিয়ার অলিম্পিক’ বলে পরিচিত এশিয়াড বা এশিয়ান গেমসে (Asian Games) পদকের রঙ বদলের জন্য মরিয়া ‘উইমেন ইন ব্লু।’ ২০১৭ একদিনের বিশ্বকাপের ফাইনাল হেরেছে তারা। এরপর দুইবার টি-২০ বিশ্বকাপে ফাইনাল এবং সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। চীনের মাটিতেই চূড়ান্ত সাফল্যের সন্ধানে হরলীন দেওল (Harleen Deol),শেফালী বর্মারা (Shafali Verma)। বাংলাদেশ সফর সেরে এই মুহূর্তে দেশে ফিরেছেন ভারতের মেয়েরা। এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হবে কিছুদিনের মধ্যেই। তবে এরই মাঝে খারাপ খবর পেলেন তাঁরা। মাঠে মেজাজ হারিয়ে অশোভন আচরণ করায় এশিয়ান গেমসে নির্বাসিত হতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
Read More: “কোহলি আছে বলেই আমি শান্তিতে ….”, টেস্ট সিরিজ জিতে বিরাট বন্দনায় অধিনায়ক রোহিত, বললেন এই কথা !!
বাংলাদেশে মেজাজ হারালেন হরমনপ্রীত-

দিনকয়েক আগে ভারতের নারী দল গিয়েছিলো বাংলাদেশে। সেখানে টি-২০ সিরিজে ২-১ ফলে জয় পায় ‘উইমেন ইন ব্লু।’ তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে বসেছিলেন ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য কামব্যাক করেন তাঁরা। ১০৮ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরান। ট্রফি নিয়ে দেশে ফিরতে গেলে শেষ ম্যাচটিতে জিততেই হত স্মৃতি (Smriti Mandhana), হরলীনদের। ‘মাস্ট উইন’ ম্যাচে দেখা যায় অবিশ্বাস্য কাণ্ড। শেষ ৪ উইকেট মাত্র ১৬ রানের মধ্যে হারায়ত ভারত। বাংলাদেশের তোলা ২২৫ রানের জবাবে তাদের ইনিংসও শেষ হয় ২২৫ রানে। ম্যাচ টাই হওয়ায় ১-১ ফলে শেষ হয় সিরিজ। আর এই ম্যাচের জন্যই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। আম্পায়ারিং নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।
হরপমনপ্রীতকে (Harmanpreet Kaur) যে বলটিতে লেগ বিফোর উইকেট দেওয়া হয়, তা নাকি পরিষ্কার ব্যাটে লেগেছিলো। মাঠেই মেজাজ হারিয়ে সজোরে উইকেটে ব্যাট দিয়ে আঘাত করন ভারত অধিনায়ক। তাঁর রুদ্রমূর্তি দেখে মাঠে উপস্থিত বাংলাদেশের ক্রিকেটাররাও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, “জঘন্য আম্পায়ারিং হলো। কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা যথেষ্ট হতাশ। যেভাবে সিদ্ধান্ত দেওয়া হলো, আমরা বেশ চমকে গিয়েছি। পরের বার বাংলাদেশ আসার আগে আমরা ভেবেই আসবো যে এমন আম্পায়ারিং-এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই মতই প্রস্তুতি নেবো।” ক্ষোভে যে ফুঁসছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur), তা স্পষ্ট ছিলো তাঁর শরীরী ভাষা থেকেই।
এশিয়ান গেমসে নির্বাসিত হতে পারেন হরমন-

স্টাম্পে আঘাত এবং সাক্ষাৎকারে আম্পায়ারিং-এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেই ক্ষান্ত হন নি ভারত অধিনায়ক। ম্যাচ শেষে ট্রফি নিয়ে দুই দেশের ক্রিকেটারদের যৌথ ফটোশ্যুটেও চড়া মেজাজে দেখা গিয়েছিলো হরমনপ্রীত’কে (Harmanpreet Kaur)। বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “যাও আম্পায়ারদেরও নিয়ে এসো। তোমরা একা এসেছো কেনো? তোমরা সিরিজ ড্র রাখতে পারো নি। ওনারা করে দিয়েছেন তোমাদের জন্য…” এরপরেই ব্যাঙ্গের সুরে জানান, “…ওনাদের সাথেও আমাদের ছবি তোলা উচিৎ।” হরমনের মন্তব্যে অপমানিত বোধ করেন বাংলাদেশ অধিনায়ক নিগর সুলতানা জ্যোতি (Nigar Sultana Joti)। তিনি দল নিয়ে তৎক্ষণাৎ মঞ্চ ত্যাগ করে চলে যান। পরে সাংবাদিক সম্মেলনে অসন্তোষও প্রকাশ করেন জ্যোতি।
“Bring the umpires too.”
“Why you are only here? You haven’t tied the match. The umpires did it for you. Call them up! We better have photo with them as well.”
~ Harmanpreet Kaur pic.twitter.com/VRTEiswxRv
— Cricketopia (@CricketopiaCom) July 23, 2023
হরমনের (Harmanpreet Kaur) মেজাজ হারানোকে ভালো চোখে দেখছে না ক্রিকেটমহল। বিসিবির তরফে আইসিসি’র কাছে নালিশ করা হবে জানানো হয়েছে। এমনকি ভারতীয় প্রাক্তনী মদন লালও (Madan Lal) তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন বিসিসিআই-এর কাছে। শোনা যাচ্ছে আইসিসির তরফে শাস্তি হিসেবে ৪ ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে হরমনপ্রীতকে (Harmanpreet Kaur)। নিয়ম বলছে দুই ডিমেরিট পয়েন্ট সমান এক সাসপেনশন পয়েন্ট। সেক্ষেত্রে দুই সাসপেনশন পয়েন্ট পেতে চলেছেন ভারত অধিনায়ক। দুই সাসপেনশন পয়েন্টের অর্থ একটি টেস্ট বা দুটি সীমিত ওভারের ম্যাচে নির্বাসিত হতে হবে খেলোয়াড়কে। ভারতের আগামী ম্যাচ রয়েছে এশিয়ান গেমসে (Asian Games)। সেক্ষেত্রে হাংঝৌতে বাইরে থাকতে হতে পারে হরমনকে।
তবে ভাগ্য সুপ্রসন্নও হতে পারে হরমনপ্রীতে (Harmanpreet Kaur)। এশিয়ান গেমসের ম্যাচগুলি আইসিসি’র আওতায় আসে না। সেক্ষেত্রে নিয়মের ফাঁক গলে এশিয়ার অলিম্পিকে মাঠে নামার সুযোগ পেলেও পেতে পারেন তিনি। তবে তাঁর শাস্তি সম্পর্কে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। আইসিসি এখনও এই বিষয়ে কোনো সরকারী বিবৃতি জারি করে নি।