মুম্বই: হরমনপ্রীত কউরের আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপে তার চওড়া ব্যাটেই ভর করে ভারত প্রতিযোগিতার সেমিফাইনালে ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই একটা ইনিংসেই আসমুদ্র হিমাচল উত্তাল করে দিয়েছেন হরমনপ্রীত।
তার মহাজাগতিক ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে করিয়ে দিয়েছে ৩৪ বছর আগের ‘হরিয়ানা হ্যারিকেন’ কপিল দেবের অবিস্মরণীয় ১৭৫ রানের ইনিংসকে। কপিলও যে রকম চাপের মুখে সে দিন অপরাজিত ১৭৫ করে ভারতকে একাই জিতিয়েছিল, হরমন সেটাই করে দেখালেন। কপিলের বিরুদ্ধে সে দিন ছিল জিম্বাবোয়ে। হরমনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন।
ইংল্যান্ডের মাটিতে দুরন্ত পারফরমেন্স করে দেশে ফিরতেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বরণ করে নিয়েছে গোটা দেশ৷ এসবের মাঝেই কাঁধের চোটের জন্য ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলাদের কিয়া সুপার সিরিজ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত৷ অগাস্টের ১০ থেকে সেপ্টেম্বর ১ পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে চলবে কুড়ি ওভারের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট৷ সেখানেই সারে স্টার দলের হয়ে নামার কথা ছিল হরমনপ্রীতের৷
গত বছর অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন অজিঙ্কা রাহানের ভক্ত হরমনপ্রীত। সিডনি থান্ডারের হয়ে খেলে সবার নজর কেড়ে নিয়েছিলেন তিনি। ১৩ ম্যাচে ১১৬-র স্ট্রাইক রেটে ২৯৬ রান করার পর সিডনির ফ্র্যাঞ্চাইজি তাকে তাদের সেরা মহিলা ক্রিকেটার বেছে নেয়। তাঁর ব্যাটিং গড়ও ছিল নজরকাড়া (৫৯.২০)।
এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর হরমনপ্রীত বলেন, “বিশ্বকাপের শেষ দিকে অামার কাঁধের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তবে ফিজিও’র সাহায্যে অামি খেলা চালিয়ে যাই। কিয়া লিগে খেলতে পারলে বেশ ভালো লাগতো। মহিলাদের বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে অামি ভালো খেলেছিলাম। সেটা অামার অাত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অামি সত্যিই বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে ফ্র্যাঞ্চাইজিকে এখন জানিয়ে দিতে হবে চোটের জন্য অামি খেলতে পারবো না।”