বিদেশী লীগে মুখ পুড়লো ভারতীয় তারকার, পেলেন না কোনো দল !! 1

ভারতের পুরুষ ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে অংশ নেওয়ার অনুমতি নেই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ আরোপ করে নি বিসিসিআই। দুনিয়ার নানা প্রান্তে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট হয়, জাতীয় দলের ম্যাচ না থাকলে তা নির্দ্বিধায় খেলতে পারেন মহিলা ক্রিকেটাররা। দিনকয়েক আগেই বাংলার দীপ্তি শর্মা’র (Deepti Sharma) ছক্কায় ‘দ্য হান্ড্রেড’ ট্রফি জিতেছে লন্ডন স্পিরিট। গত বছর ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন স্মৃতি মন্ধানা’রা। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে অংশ নিতে দেখা গিয়েছে জেমিমা রড্রিগস, শিখা পাণ্ডেদের। ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তাঁরা। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ লীগেও দেখা যাবে ভারতীয়দের। স্মৃতি-জেমিমা’রা থাকছেন, তবে জায়গা পান নি হরমনপ্রীত (Harmanpreet Kaur)।

Read More: IPL 2025: নিলামের আগেই স্পষ্ট দিল্লী ক্যাপিটালসের পরিকল্পনা, ঋষভ নয় বরং অক্ষর প্যাটেল পাচ্ছেন দলের দায়িত্ব !!

সুযোগ পেলেন না হরমনপ্রীত কৌর-

Harmanpreet Kaur in WBBL | ভারত | Image: Getty Images
Harmanpreet Kaur in WBBL | Image: Getty Images

মহিলাদের টি-২০তে বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারতীয় তারকা ঝোড়ো ব্যাটিং-এ সিদ্ধহস্ত। পাশাপাশি প্রয়োজনে বল হাতেও উইকেট তুলতে পারেন তিনি। আসন্ন উইমেন্স বিগ ব্যাশ লীগের ড্রাফট-এ (WBBL) তাঁকে নিয়ে একাধিক দল আগ্রহ দেখাতে পারে বলে মনে করা হয়েছিলো। কিন্তু বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। কোনো দলেই সুযোগ পেলেন না হরমনপ্রীত।

উইমেন্স বিগ ব্যাশ লীগে অবশ্য এর আগে পাঁচ মরসুম খেলেছেন তিনি। ২০১৬-১৯ ছিলেন সিডনি থান্ডার্স (ST) দলে। পরে দল বদলে যোগ দেন মেলবোর্ন রেনেগেডসে (MR)। ৩২ ম্যাচে ৩৭.৮৯ গড়ে ১৪৪০ রান ও ৩৬টি উইকেট’ও রয়েছে তাঁর। চমকপ্রদ পরিসংখ্যান সত্ত্বেও হরমনপ্রীতের সুযোগ না পাওয়া অবাক করেছে ক্রিকেটবিশ্বকে। তাঁর পাশাপাশি ড্রাফট থেকে কোনো দল পান নি শেফালী ভার্মা ও রিচা ঘোষের (Richa Ghosh) মত ভারতীয় তারকাও। শেফালী আগে সিডনি সিক্সার্স ও রিচা হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন।

স্মৃতি-জেমাইমা’রা খেলবেন WBBL-

Smriti Mandhana | Image: Twitter
Smriti Mandhana | Image: Twitter

হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) সুযোগ না পেলেও এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে দেখা যাবে ছয় ভারতীয় তারকাকে। বাম হাতি ওপেনিং ব্যাটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) অন্যতম আকর্ষণ হতে চলেছেন টুর্নামেন্টের। এর আগেও সিডনি থান্ডার্সের হয়ে উইমেন্স বিগ ব্যাশ লীগে খেলেছেন তিনি। তবে এবারের ‘ড্রাফট’-এ স্মৃতিকে দলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। দয়ালন হেমলতা’কে (Dayalan Hemlatha) দেখা যাবে পারথ্‌ স্কর্চার্সের কমলা জার্সিতে। উইকেটরক্ষক-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া থাকছেন মেলবোর্ন স্টারস দলে। তাঁর সঙ্গেই দেখা যাবে তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাকেও (Deepti Sharma)। মিডল অর্ডার ব্যাটার জেমিমা রড্রিগস্‌’কে দলে সামিল করেছে ব্রিসবেন হিটস। জেমিমার সাথেই সাজঘর ভাগাভাগি করে নিতে দেখা যাবে পেসার শিখা পাণ্ডেকেও। ২৭ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতা।

হরমনপ্রীত কৌরের কেরিয়ার পরিসংখ্যান-

Harmanpreet Kaur | Image: Getty Images
Harmanpreet Kaur | Image: Getty Images

ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো ২০০৯ সালে। পরবর্তী দেড় দশক ‘উইমেন ইন ব্লু’র অন্যতম সেরা পারফর্মার তিনি। এখনও অবধি ১৩৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। রান সংখ্যা ৩৫৬৫, গড় প্রায় ৩৮। ৬টি শতরান ও ১৮টি অর্ধশতক রয়েছে তাঁর। খেলেছেন ১৭৩টি আন্তর্জাতিক টি-২০’ও। ২৮.০৮ গড়ে করেছেন ৩৪২৬ রান। ১টি শতরান ও ১২টি অর্ধশতক করেছেন তিনি। টেস্ট ম্যাচ খেলেছেন কেবল ৬টি। ২৫.০০ গড়ে তাঁর সংগ্রহ ২০০ রান। লাল বলের খেলায় মাত্র ১টিই অর্ধশতক রয়েছে তাঁর। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগেও নিয়মিত তিনি। উইমেন্স প্রিমিয়ার লীগে ১৭ ম্যাচে ৫৪৯ করেছেন। ২০২৩ সালে জিতেছেন ট্রফি। বিগ ব্যাশেও এর আগে খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও।

Also Read: বাংলাদেশ সিরিজের আগেই চোটের শিকার ভারতীয় অধিনায়ক, টেস্ট থেকে যাচ্ছেন ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *