এক অনবদ্য ফাইনালে সাক্ষী থাকলো ভারতীয় ক্রিকেট ভক্তরা। মহিলা ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়ে প্রথম বারের মতন বিশ্ব চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। হারমানপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় দল এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিলো নবি মুম্বাইতে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এবার বিশ্বকাপের মহা ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম বারের জন্য নতুন চ্যাম্পিয়নকে দেখতে মুখিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। আজকে ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতের সূচনটা বেশ ভালোই হয়েছিল। ফাইনালের মেগা মঞ্চে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শেফালী ভার্মা (Shefali Verma)।
প্রথম ICC শিরোপা জয় ভারতীয় মহিলা দলের

পাশাপশি দীপ্তি শর্মা ৫৮ রান, স্মৃতি মন্ধনা ৪৫ রান, রিচা ঘোষ ৩৪ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানে পৌঁছে দিয়েছিল। রান তাড়া করতে এসে যেন একাই লড়ে গিয়েছেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ব্যাট হাতে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। ৯৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্যাচ দিয়ে দেন লরা। ৪৫.৫ ওভারেই ভেঙ্গে পড়েছিল দক্ষিণ আফ্রিকা দলের ইনিংস। মেগা ফাইনালে ৫২ রানের একটি অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আজকের এই জয়ের পাশাপশি এক দুঃসংবাদ সামনে এসেছে। ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ওডিআই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
তারকা খেলোয়াড় ভারতকে বিশ্বকাপ জিতিয়ে মস্ত বড় সিদ্ধান্তটি নিয়েছেন। আসলে, হারমানপ্রীত এখন ৩৬ বছর বয়সী। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ট্রফি জিতলেন তিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত হারমান কতটা ফিট থাকবেন তা নিয়ে একটা সংশয় রয়েছে। যদিও, এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে অবসরের কথা ঘোষণা করেননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কপিল দেব, এমএস ধোনির পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেন হারমান। সূত্রের দাবি, বিশ্বকাপ জেতার পরেই অবসর নেওয়ার কথা ভেবে রেখেছিলেন হারমান। যদিও, হারমানের মুখ থেকে এখনও অবসর নিয়ে কোনো বয়ান শুনতে পাওয়া যায়নি।
ম্যাচ শেষে হারমানপ্রীতের বয়ান

ম্যাচ জেতার পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক। মন্তব্য করে তিনি বলেছেন, “আমাদের উপর ভরসা রাখার জন্য সাপোর্ট স্টাফ এবং বিসিসিআইকে কৃতিত্ব দিতেই হয়। তারা এই দলের প্রতি বিশ্বাস রেখেছিল। আজ আমরা যেখানেই দাঁড়িয়ে আছি, তার পেছনে রয়েছে অতীত ও বর্তমান। এই দীর্ঘ যাত্রার প্রতিটি মানুষের অবদান অপরিসীম।” ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করে হারমানপ্রীত বলেছেন, “এটাই আমাদের শুরু। আমরা সেই বাঁধন ভাঙতে চেয়েছিলাম, যেখানে এতদিন আমরা জড়িয়েছিলাম। আজ সেটা সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা এটা বারবার ঘটাতে চাই। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরে চ্যাম্পিয়ন্স ট্রফি – বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা আরও ভালো হতে চাই। এটি কোনো সমাপ্তি নয়, বরং ভারতীয় মহিলা ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা।”