ট্রফি জয়ই কাল হলো হরমনপ্রীতের, রোহিত শর্মার মতোই হারাচ্ছেন দলের নেতৃত্ব !! 1
Harmanpreet Kaur | Image: Getty

এই বছরের শুরুতেই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল ট্রফি জয় করেছিল। তারপর গত কয়েক মাসে দলে একাধিক পরিবর্তন ঘটেছে। টেস্ট ক্রিকেট থেকে আচমকাই হিটম্যান অবসর ঘোষণা করেন। বিসিসিআইয়ের (BCCI) চাপের মুখে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে ক্রিকেট ভক্তরা মনে করছিলেন। এর মধ্যেই সম্প্রতি তাকে ওডিআই ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন চিহ্ন। এবার ট্রফি জয়ের পর হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ছাড়ার বিষয়ে খবর সামনে এসেছে।

Read More: মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !!

নেতৃত্ব ছাড়ছেন হরমনপ্রীত কৌর-

ট্রফি জয়ই কাল হলো হরমনপ্রীতের, রোহিত শর্মার মতোই হারাচ্ছেন দলের নেতৃত্ব !! 2
Harmanpreet Kaur | Image: Getty images

দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে হরমনপ্রীত নিজের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women’s ODI WC 2025) তার নেতৃত্বে ব্লু ব্রিগেডরা মাঠে নেমেছিল। সবচেয়ে বড়ো ম্যাচ হিসেবে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে (India W vs Australia W) হারিয়ে দৃষ্টান্ত তৈরি করে স্মৃতি মান্ধারা (Smriti Mandhana)। এই ম্যাচে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। ব্যাট হাতে অধিনায়ক‌‌ও ভরসা দেন।‌ ফাইনালেও চাপের মুখে দাঁড়িয়ে তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষ নজর কেড়েছে।

এর মধ্যেই হরমনপ্রীতকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছে। এই বিষয়ে সম্প্রতি পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী (Shantha Rangaswamy)। দলের স্বার্থেই তার এইরকম সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন। শান্তা বলেন, “একজন ব্যাটসম্যান এবং ফিল্ডার হিসেবে হরমনপ্রীত খুব ভালো। কিন্তু অধিনায়ক হিসেবে মাঝেমধ্যে ভুল করে বসে। আমার মনে হয় সে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে গেলে আরও ভালো করে খেলতে পারবে।”

দুরন্ত ফর্মে হরমনপ্রীত-

ট্রফি জয়ই কাল হলো হরমনপ্রীতের, রোহিত শর্মার মতোই হারাচ্ছেন দলের নেতৃত্ব !! 3
Harmanpreet Kaur | Image: Getty images

এই বছর মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় জেমিমা রড্রিগেজের সঙ্গে হাল হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিনি ৩৩৮ রান তাড়া করতে নেমে ৮৮ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ২ টি ছয়। এই বছর বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ৯ ম্যাচে করেন ২৬০ রান। এখনও পর্যন্ত তার দেশের হয়ে ১৬১ টি ওডিআই ম্যাচ থেকে ৪৪০৯ রান এসেছে। অন্যদিকে বিশ্বকাপ ট্রফি জয় করার পর আইসিসির (ICC) পক্ষ থেকে ব্লু ব্রিগেডদের ৪০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

এর মধ্যেই বিসিসিআই (BCCI) ৫১ কোটি টাকা ক্রিকেটার এবং কোচদের ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই প্রধান দেবজিৎ সাইকিয়া এই বিষয়ে বলেন, “গত মাসে আইসিসি (ICC) চেয়ারম্যান মহিলাদের জন্য পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। এই পদক্ষেপ মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিয়েছে। ট্রফি জয়ের পর বিসিসিআই পুরো দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটার সহ কোচেরা পাবেন এই অর্থ।”

Read Also: “সৌরভের গালে সপাটে চড়..”, মহিলা ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের জনপ্রিয় নেতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *