২০২৩-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সেমিফাইনালে মুখোমুখি ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ব্যাটে ভর করে সাফল্যের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ৩২ বলে তখন তাঁর রান ৫২। জয়ের জন্য ‘উইমেন ইন ব্লু’র চাই ৩৪ বলে ৪১ রান। যে গতিতে এগোচ্ছিলেন হরমন, তাতে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ‘ফেভারিট’-এর তকমা পাচ্ছিলো ভারত’ই। কিন্তু মুহূর্তেই বদলায় ছবিটা। রান সম্পূর্ণ করতে গিয়ে মাটিতে আটকে যায় হরমনপ্রীতের (Harmapreet Kaur) ব্যাট। স্টাম্প যখন ভেঙে দেন অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি (Alyssa Healy) তখন হরমনপ্রীতের শরীর সীমানা পেরিয়ে গেলেও পা শূন্যে। দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হন তিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি ভারত। হেরে ছিটকে যায় ট্রফির দৌড় থেকে।
এর ঠিক এক বছর পর দুবাইয়ের মাঠে সেই টি-২০ বিশ্বকাপের মঞ্চেই মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালের পথ মসৃণ করার জন্য জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না ‘উইমেন ইন ব্লু’র সামনে। স্মৃতি মন্ধানা, জেমিমা রড্রিগসদের ব্যর্থতার দিনে আরও একবার একা কুম্ভ হয়ে লড়তে দেখা গেলো অধিনায়ক হরমনপ্রীতকেই (Harmanpreet Kaur)। মেগান শ্যুট, সোফি মোলিনু, অ্যানাবেল সাদারল্যান্ডদের বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতের স্কোরবোর্ডকে সচল রাখেন তিনি। দীপ্তি শর্মাকে (Deepti Sharma) সাথে নিয়ে একটা সময় আশা জাগিয়েছিলেন জয়ের। কিন্তু বিধি বাম। তীরে এসে তরী ডোবানোর বদ অভ্যাস থেকে ২০২৪ সালেও বেরিয়ে আসতে পারলো না ভারতের মহিলা দল। ১৫২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে তারা থেমে গেলো ১৪২-এ। ১০ রানের ব্যবধানে এই হার বিঁধছে হরমনপ্রীতকে। খেলা শেষে অবসরের ইঙ্গিত তাঁর গলায়।
Read More: দুঃস্বপ্ন যেন কাটছে না টিম ইন্ডিয়ার, বিশ্বকাপে আবারও ভরাডুবি হারমান-স্মৃতিদের !!
রেকর্ড গড়েও আক্ষেপ যাচ্ছে না হরমনের-
দুবাইতে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) গতকাল আউট হয়েছেন মাত্র ৬ করে। শেফালী ভার্মা শুরুটা ভালো করলেও ১৩ বলে ২০’র বেশী এগোতে পারেন নি। জেমিমা (Jemimah Rodrigues) ফিরেছেন ১৬ রানের মাথায়। বাংলার রিচা ঘোষ’কে নিয়ে আশা ছিলো। কিন্তু ১ রানের বেশী করতে পারেন নি তিনিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তিন ব্যাটারের নামের পাশে রয়েছে শূন্য। ভারতীয় ব্যাটিং-এর এই অন্ধকার দিনে একমাত্র উজ্জ্বল নক্ষত্র হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কঠিন পরিস্থিতিতেও তিনি অপরাজিত থাকেন ৫৪ রান করে। ম্যাচ শেষ হতে বিধ্বস্ত অধিনায়ক মাঠেই দাঁড়িয়েছিলেন মাথা ঝুঁকিয়ে। গতকাল টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় মহিলাদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। কিন্তু হরমনের মত এখন রেকর্ডের দিকে নেই। বরং তাঁকে আচ্ছন্ন করে রেখেছে ব্যর্থতার গ্লানি।
ম্যাচ শেষে সাক্ষাৎকার দেন হরমনপ্রীত (Harmapreet Kaur)। আক্ষেপ শোনা গেলো তাঁর গলায়। সমালোচনা করেন নিজেরও। তিনি বলেন, “দলে এমন একজন চরিত্র থাকা প্রয়োজন যে সবসময় ম্যাচের মধ্যে উপস্থিত থাকে। এই লক্ষ্যটা তাড়া করাই যেত। আমি আর দীপ্তি যখন ব্যাটিং করছিলাম, আমরা কিছু খারাপ বলে মারতে পারি নি। আমরা অস্ট্রেলিয়ার থেকে অনেক কিছু শিখতে পারি। যেটুকু আমাদের হাতে ছিলো, করার চেষ্টা করেছি। কিন্তু সেটাতে নিয়ন্ত্রণ ছিলো না।” নিউজিল্যান্ড’কে যদি পাকিস্তান হারাতে পারে তাহলে পরবর্তী পর্বে যাওয়া এখনও সম্ভব ভারতের। সেই প্রসঙ্গে জানান, “যদি আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে ভালো। না হলে যারা যোগ্য তারাই যাবে।” এই মুহূর্তে ৩৫ বছর বয়স হরমনপ্রীতের। গতকালের ব্যর্থতার পর তাঁর প্রতিক্রিয়া থেকে অনেকেই মনে করছেন যে দেশের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।