ক্যাপ্টেনসি থেকে ছাটাই হচ্ছেন হরমনপ্রীত কৌর, বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন অধিনায়কের খোঁজে BCCI !! 1

দুবাইতে মহিলাদের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মুখ থুবড়ে পড়েছে ভারতীয় নারী দল। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের ব্যবধানে বিশাল পরাজয় স্মৃতি, হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) ঠেলে দিয়েছিলো ব্যাকফুটে। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয়ের ফলে খানিক অক্সিজেন পেয়েছিলো দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সুযোগ থাকত শেষ চারের দরজা খুলে ফেলার। কিন্তু পারে নি ভারত (Indian Women’s Cricket Team)। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা থেমে যায় ১৪২-এ। সাফল্যের খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয় খালি হাতে। বেথ মুনি (Beth Mooney), অ্যানাবেল সাদারল্যান্ডদের বিপক্ষে পরাজয়ের পর পাকিস্তানের মুখাপেক্ষী ছিলেন ভারতের মেয়েরা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারাও হেরে যাওয়ায় যাত্রা সমাপ্ত হয় ‘উইমেন ইন ব্লু’র।

Read More: BREAKING NEWS:  বৃষ্টিতে স্থগিত বেঙ্গালুরু টেস্ট, মাঠ ছাড়লো টিম ইন্ডিয়া !!

বড় মঞ্চে লাগাতার ব্যর্থ ভারতের মেয়েরা-

Indian Women's Cricket Team | Harmanpreet Kaur | Image: Getty Images
Indian Women’s Cricket Team | Image: Getty Images

চলতি বছরে ভারতের পুরুষ দল জিতেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। কিন্তু সেই সাফল্যের পুনরাবৃত্তি সম্ভব হলো না জেমিমা রড্রিগস (Jemimah Rodrigues), রিচা ঘোষদের পক্ষে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো তাঁদের। সাম্প্রতিক সময়ে একমাত্র এশিয়ান গেমসে সোনা জয় ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্যই নেই ভারতের মেয়েদের। ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে তারা। একাধিক টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল থেকে ফিরেছে খালি হাতে। কমনওয়েলথ গেমসের ফাইনালেও জয়ের কাছাকাছি পৌঁছেও অজিদের বিরুদ্ধে বাজিমাত করা সম্ভব হয় নি ভারতের মেয়েদের পক্ষে। এমনকি এই বছর মেয়দের এশিয়া কাপের ফাইনালেও টিম ইন্ডিয়া হেরেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই নিয়ে কেবল দ্বিতীয়বার তাদের হাতছাড়া হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের খেতাব।

গত কয়েক বছরে মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তি চালু করা হয়েছে। পুরুষ দলের সমান ম্যাচ ফি’র ব্যবস্থা করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক তারকাদের সাথে সাজঘর ভাগাভাগি করে নেওয়ার সুযোগ অনেক বেড়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ চালু হওয়ার পর থেকে। তা সত্ত্বেও স্মৃতি (Smriti Mandhana), শেফালী, হরমন’রা (Harmanpreet Kaur) কেন পারছেন না দেশকে সাফল্য এনে দিতে? কেন তীরে এসে বারবার ডুবছে তরী? প্রশ্নের জবাব খুঁজতে বসে ভারতীয় তারকাদের মানসিকতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। দলের পারফর্ম্যান্সে হতাশ প্রাক্তন অধিনায়ক মিথালী রাজ’ও (Mithali Raj)। এক সাক্ষাৎকারে তিনি জানান, “এটা ঠিক হচ্ছে না। শেষ দুই-তিন বছরে দলে কোনো উন্নতি আমার চোখে পড়ে নি।”

সরানো হতে পারে ‘ক্যাপ্টেন’ হরমনপ্রীত’কে-

 Harmanpreet Kaur | Image: Getty Images
Harmanpreet Kaur | Image: Getty Images

হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে বেশ ক্ষুব্ধ মিথালী রাজ (Mithali Raj)। তিনি প্রাক্তন সতীর্থদের একহাত নিয়ে বলেছেন, “…সবসময় সেরা দলগুলোকে হারানোর জন্যই প্রস্তুত থাকা উচিৎ। কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে আটকে থাকছি। যেন অন্য যে দলগুলোকে হারাতে পারছি, তা নিয়েই আমরা খুশি থাকছি।” ২০১৮ থেকে টি-২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এই প্রথমবার তাঁর অধীনে দল সেমিফাইনালে পৌঁছতে পারলো না। এবার কি নেতৃত্বে বদল আনা প্রয়োজন? প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যম PTI’কে মিথালী জানিয়েছেন, “যদি নির্বাচকেরা বদলের কথা ভাবেন তাহলে একজন তরুণ নেত্রীকে সুযোগ দেওয়া উচিৎ। এটাই বদলের সঠিক সময়। দেরী করলে আরও একটা বিশ্বকাপ চলে আসবে।”

ভারতীয় পুরুষ টি-২০ দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু রোহিত শর্মা সরে যাওয়ার পরে তাঁকে একপ্রকার সরিয়ে সূর্যকুমার যাদবকে নেতৃত্ব দেওয়া হয়েছে। মহিলা দলেও তেমনটাই চান মিথালী। সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধানাকে নয়, পরবর্তী ‘ক্যাপ্টেন’ হিসেবে চান বছর ২৪-এর জেমিমা রড্রিগস’কে। “ও সবার সাথে কথা বলতে পারে। এই টুর্নামেন্টে ওকে দেখে বেশ ভালো লেগেছে”, মিথালীর মন্তব্য। সূত্রের খবর মিথালীর মতই টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্সে খুশি নয় বিসিসিআই’ও। পর্যালোচনার জন্য ডাকা হয়েছে বৈঠক। সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। আতসকাঁচের নীচে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। বৈঠকে উপস্থিতি কর্মকর্তারা চাইলে সরিয়েও দিতে পারেন তাঁকে। কে নতুন ‘ক্যাপ্টেন’ হন, নজর থাকবে সেদিকে।

Also Read: ক্যাচ ফস্কানোর খেসারত দিয়ে ম্যাচ হারলো পাকিস্তান, পড়শি দেশের ব্যর্থতায় বিদায় ভারতেরও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *