এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তান (India vs Pakistan Match) ম্যাচের বিতর্ক এখনও ক্রিকেট ভক্তদের মধ্যে চর্চায় রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হাতে পায়নি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এর মধ্যে রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women ODI WC 2025) পাক বাহিনীদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ব্লু ব্রিগেডরা। ম্যাচে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল প্রথম থেকেই বিপক্ষদের চাপে ফেলার চেষ্টা করে। তবে এই ম্যাচেও একাধিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় মহিলা দলের অধিনায়কের সঙ্গে মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েন পাক তারকা নাশ্রা সান্ধু (Nashra Sandhu)। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।
Read More: অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !!
আবারও উত্তপ্ত ভারত-পাক ম্যাচ-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং পাকিস্তান ৩ বার একে অপরের মুখোমুখি হয়। তবে কোনো ম্যাচেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল এই বিপক্ষদের সঙ্গে হাত মেলাননি। মহিলাদের ওডিআই বিশ্বকাপেও ছবিটা একই রকম দেখা যায়। টসের সময় হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং ফাতিমা সানা (Fatima Sana) একের ওপরের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ম্যাচ শেষেও কোনো সৌজন্য দেখেননি ক্রিকেটাররা। অন্যদিকে ম্যাচ চলাকালীন ভারতীয় অধিনায়ক এবং পাকিস্তানের নাশ্রা সান্ধুর (Nashra Sandhu) মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
২২ তম ওভারে নাশ্রা বোলিং করতে এসেছিলেন। এই ওভারের পঞ্চম বলে হরমনপ্রীত দুরন্ত চার মারেন। এরপর ডট বল হয়। শেষ বলটি নাশ্রার হাতে এসে পৌঁছানোর পর তিনি আগ্রাসীভাবে ভারতীয় অধিনায়কের দিকে ছুঁড়ে দেওয়ার ভঙ্গিমা করেন। এর সঙ্গেই নাশ্রার অদ্ভুত এবং রীতিমতো হুমকির স্টাইলে হরমনপ্রীতের দিকে তাকান। পাক মহিলা তারকার চোখ থেকে যেন আগুন ঠিকরে আসছিল। এই রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলেও ভারতীয় ক্যাপ্টেনকে কিছু বিতর্কিত শব্দ উচ্চারণ করতে দেখা যায়। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
ভারতের দুরন্ত জয়-

গতকাল শ্রীলঙ্কার মাটিতে ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় দল ব্যাটিং করতে নেমে দুরন্ত শুরু করে। হারলিন দেওল (Harleen Deol) ৬৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এছাড়াও রিচা ঘোষ (Richa Ghosh) নিচের দিকে ব্যাট করতে নেমে ২০ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা ২৪৭ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে বিপক্ষদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট ছুঁড়ে দেয় পাক ব্যাটাররা।
একমাত্র সিদ্রা আমিন (Sidra Ameen) এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যান। ১০৬ বলে তার ব্যাট থেকে আসে ৮১ রান। কিন্তু ক্রান্তি গৌড় (Kranti Goud) এবং দিপ্তী শর্মার (Deepti Sharma) দুরন্ত বোলিংয়ে ম্যাচ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ১৫৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ক্রান্তি এবং দিপ্তী দুজনেই যথাক্রমে ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন। এরপরই ভারতীয় মহিলারা ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে।