ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচেই পাকিস্তান (IND vs PAK) ক্রিকেট দল নিজেদের সেরা পারফর্মেন্স দেওয়ার চেষ্টা করে। ফলে ক্রিকেটের লড়াই ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সম্প্রতি দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এশিয়া কাপে (Asia Cup 2025) আসন্ন ভারত-পাক (IND vs PAK) ম্যাচ জমজমাট হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিক থেকে ব্লু ব্রিগেডরা অনেকটাই এগিয়ে রয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয়লাভ করে দুরন্ত ফর্মে রয়েছে তারা। তাও এবার ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।
Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!
হারিস রাউফের বার্তা-
৯ সেপ্টেম্বর থেকে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে আরব আমিরাত, ওমানের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে গ্ৰুপ পর্বে এই দুই দল যদি শীর্ষস্থানে শেষ করে টুর্নামেন্টে প্রাথমিকভাবে দুবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বীর। এই দুই ম্যাচেই ভারতকে হারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের দাপট বজায় রাখবে পাকিস্তান বলে এবার বার্তা দিলেন পাক তারকা হারিস রাউফ (Haris Rauf)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন।
এক ভক্ত এই পাকিস্তানি পেসারকে জিজ্ঞাসা করেন যে আসন্ন এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুটি ম্যাচের ফলাফল কোন দিকে যাবে। তার উত্তরে হারিস রাউফ বলেন, “দুটি ম্যাচের ফলাফলই আমাদের পক্ষে হবে। জয় পাবো আমরা।” এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। এই ফরম্যাটে ৮৭ টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১২০ টি উইকেট। ভারতের বিপক্ষে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭ টি উইকেট সংগ্রহ করেছেন রাউফ।
দেখুন সেই ভিডিওটি-
বাদ বাবর-রিজওয়ান-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এর ফলে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়ার কারণে তারা অংশগ্রহণ করবেন না। অন্যদিকে পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) বাদ দিয়ে এশিয়া কাপের জন্য দল গঠন করেছে পিসিবি (PCB)। প্রকাশিত ১৭ সদস্যের দলে তারা সুযোগ পাননি।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর এবং রিজওয়ান শেষবার দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেছিলেন। এর সঙ্গেই নাসিম শাহ (Nasim Shah), শাদাব খান (Shadab Khan) এবং ইফতিখার আহমেদের (Iftikhar Ahmed) মতো তারকা ক্রিকেটারদের আসন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দলে জায়গা দেওয়া হয়নি। এশিয়া কাপে (Asia Cup 2025) এবার সালমান আলী আগা (Salman Ali Agha) নেতৃত্ব দিতে চলেছেন। উল্লেখ্য পাকিস্তান শেষবার ২০১২ সালে এশিয়া কাপ জয় করেছিল।