টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। অথচ এখনও পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বরং সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো নিয়েই বেশি আলোচনায় রয়েছে তারা। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে চর্চায় উঠে এসেছেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ। তবে এবার আলোচনার কারণ তাঁর ভালো পারফরম্যান্স নয়, বরং জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। এমন জল্পনাও শোনা যাচ্ছে – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা নাও পেতে পারেন এই অভিজ্ঞ ফাস্ট বোলার।
এশিয়া কাপে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন রউফ

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, এর মূল কারণ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর হতাশাজনক পারফরম্যান্স। ওই ম্যাচে মাত্র ৩.৪ ওভার বল করে ৫০ রান খরচ করেন রউফ। তাঁর বলেই একের পর এক বড় শট হাঁকান তরুণ ব্যাটার তিলক বর্মা। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ম্যাচ হারতে হয় পাকিস্তানকে। এই ম্যাচের পর থেকে আর কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি হ্যারিস রউফকে। জানা যাচ্ছে, নতুন কোচ মাইক হেসনও অতীতের পারফরম্যান্সে ফিরে তাকাতে আগ্রহী নন। তাঁর লক্ষ্য ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দল গঠন করা। সেই কারণেই নাকি বিশ্বকাপের ভাবনায় রাখা হয়নি ৯৫ ম্যাচে ১৩৩ উইকেট নেওয়া এই পেসারকে। যদিও শুধুমাত্র ফর্মের বিচারে রউফকে বাদ দেওয়ার যুক্তি পুরোপুরি মানতে নারাজ অনেকেই। কারণ চলতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।
Read More: “একেই বলে যোগ্য জবাব..”, নিউজিল্যান্ডের বিপক্ষে দুরন্ত জয়ে ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা !!
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন রউফ

মেলবোর্ন স্টারসের হয়ে ১০ ম্যাচে ১৮টি উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার, যা স্পষ্টভাবেই তাঁর ফিটনেস ও কার্যকারিতার প্রমাণ দেয়। তবু পাক মিডিয়ার দাবি, বর্তমানে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন – এমন ক্রিকেটারদেরই অগ্রাধিকার দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই নীতিতেই হ্যারিস রউফের জায়গা হচ্ছে না সম্ভাব্য স্কোয়াডে। এমনকি একটি অনানুষ্ঠানিক দল তালিকাও নাকি তৈরি করা হয়েছে, যেখানে তাঁর নাম নেই। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে একটি খারাপ ম্যাচই যেন বদলে দিয়েছে পুরো চিত্র। তিলক বর্মার বিরুদ্ধে রান হজম করার সেই স্মৃতি এখনও পিছু ছাড়ছে না রউফকে। আর তার জেরেই কি ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে পাকিস্তানের এই গতিতারকার টি-টোয়েন্টি কেরিয়ার—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে।