ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠেও পিছু ছাড়েনি। এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে যখন এই দুই দল মাঠে নেমেছিল তখন কোনো ক্রিকেটার একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) হ্যান্ডশেক না করায় বিতর্কের জন্ম হয়েছিল। সুপার ৪’এর প্রথম ম্যাচে এই দুই চির প্রতিদ্বন্দ্বী আবারও একে অপরের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচেও ভারত এবং পাকিস্তান (IND vs PAK) ক্রিকেটারদের মধ্যে একাধিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবার ম্যাচ চলাকালীন হারিস রাউফের বিতর্কিত অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এলো।
Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!
বিতর্কে হারিস রাউফ-

গতকাল এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এ আরও একটি হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে ভারত এবং পাকিস্তান। ম্যাচের প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) ভরসাযোগ্য ব্যাটিংয়ে ১৭১ রানে পৌঁছায় পাক বাহিনী। এই রান তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। শাহীন আফ্রিদি (Shaheen Afridi), হারিস রাউফদের (Haris Rauf) মতো বোলারদের রীতিমতো চাপের মুখে ফেলে দেন তারা।
এই রকম সময়ে ঘটে বিতর্কিত ঘটনাটি। হারিস রাউফ বাউন্ডারিতে যখন ফিল্ডিং করছিলেন তখন ভারতীয় সমর্থকরা বিরাট কোহলির (Virat Kohli) নাম ধরে বারবার চিৎকার করছিল। উল্লেখ্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি এই পাকিস্তানি পেসারের বিপক্ষে আইকনিক ছক্কা হাঁকিয়েছিলেন। তখন রাউফ হাতের ভঙ্গিমার মাধ্যমে ৬-০ পরিসংখ্যান বোঝানোর চেষ্টা করেন। এর সঙ্গেই তিনি বিমান ভেঙে পড়ার বিষয়টিও ইঙ্গিত করেছিলেন। যা নিয়ে বর্তমানে বির্তক তৈরি হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
বিতর্কের প্রেক্ষাপট-

এই বছর কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা সাধারণ পর্যটকদের মৃত্যুতে ভারতীয় সরকার কড়া পদক্ষেপ নেয়। পাকিস্তান জঙ্গি সংগঠনগুলোকে সাহায্য করার অভিযোগ সামনে আসার পরেই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দেয়। এই সময় পাক মিডিয়া মিথ্যা খবর প্রচার করে উল্লেখ করেছিল যে ভারতের ৬ টি বিমান নাকি তারা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
হারিস রাউফ (Haris Rauf) গতকাল ম্যাচ চলাকালীন এই বিতর্কিত রাজনৈতিক বিষয়টিকেই ক্রিকেট মাঠে টেনে আনেন। অন্যদিকে ম্যাচ চলাকালীন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে অভিষেক এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ওরা প্রথমে কোনো কারণ ছাড়া আমাদের দিকে তেড়ে আসছিল। এই বিষয়টি আমার একেবারেই ভালো লাগেনি। এই কারণেই আমি তাদের যোগ্য জবাব দিয়েছি।” এর সঙ্গেই ভারতীয় ব্যাটসম্যানরা যোগ্য জবাব দিয়ে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়।