উস্কানিমূলক আচরণের জেরে সাসপেন্ড হ্যারিস রউফ, রেহাই পেলেন না ফারহানও !! 1

এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) ফাইনালের আগে ফের বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। গতকাল বাংলাদেশকে হারিয়ে প্রথম বারের জন্য এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025 Final) উঠে আসলো পাকিস্তান দল। এর আগে সুপার ফোরে ভারত পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলকে পরাস্ত করেই ফাইনালে উঠে এসেছিল। তবে এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে বেশ লড়াই দেখতে পাওয়া গিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ চলাকালীন আপত্তিকর আচরণ ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে পাকিস্তানের দুই ক্রিকেটারের উপর। মূলত, সুপার ফোরের ম্যাচে, পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান এবং তারকা পেসার হ্যারিস রউফের অঙ্গভঙ্গি নিয়েই সমাজ মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে।

রউফ-ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের BCCI’এর

Asia cup 2025
Harris Rauf | Image: Getty Images

দুই খেলোয়াড়ের উপর অভিযোগ দায়ের করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই (BCCI)। আইসিসির কাছে এই দুই খেলোয়াড়ের নামে ব্যাবস্থা করার আর্জি জানিয়েছিল বিসিসিআই। শেষমেষ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হ্যারিস রউফকে শাস্তির মুখে ঠেলে দিয়েছে। সূত্রের খবর, রউফের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে তার সতীর্থ সাহেবজাদা ফারহানকে জরিমানা না করলেও আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Read More: “ভারতের ইগো’কে হত্যা কর…” রবিবারের ফাইনালের আগে পাকিস্তানকে পরামর্শ শোয়েব আখতারের !!

ঘটনাটির সূত্রপাত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে। ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে করমর্দন না করেই সাজঘরে ফিরে গিয়েছিল। তার পর থেকেই এই ঘটনাগুলোর সূত্রপাত হয়েছিল। তবে, এই ঘটনাটি ঘটেছিল ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে। সাহেবজাদা ফারহান অর্ধশতরান পূর্ণ করার পর খোলা আকাশের নিচে বন্দুকের গুলি চালানোর ভঙ্গিতে উদযাপন করেন। অন্যদিকে, বোলিংয়ের সময় হ্যারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে উস্কানিমূলক ভঙ্গি করেন, যা অনেকের কাছে অত্যন্ত আক্রমণাত্মক মনে হয়। এ নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনুষ্ঠানিক অভিযোগ জানায় আইসিসির কাছে।

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

Asia Cup 2025
IND vs PAK | Image: Getty Images

সূত্রের খবর, শুক্রবার বিকেলে পাকিস্তান দলের হোটেলে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির শুনানি পরিচালনা করেন। টুর্নামেন্ট সূত্রের খবর অনুযায়ী, শুনানিতে রউফ ও ফারহান দু’জনকেই উপস্থিত থাকতে হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনে লিখিত বয়ান দিলেও দুজনকে ব্যাক্তিগত ভাবে রেফারির সামনে হাজির থাকতে হয়েছিল। ম্যাচ রেফারির সঙ্গে পর্যালোচনার সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা। শুনানির পর রিচার্ডসন সিদ্ধান্ত দেন রউফকে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে, আর সাহেবজাদা ফারহান সতর্কবার্তা নিয়েই ছাড় পাবেন।

প্রসঙ্গত, ম্যাচ চলাকালীন রউফ ‘অপারেশন সিন্দুরের’ সময় হওয়া বিমান দুর্ঘটনার ইঙ্গিত করে ভারতীয় সমর্থকদের উদ্দেশে ইশারা করেছিলেন। সূত্রের দাবি, শুনানি চলাকালীন নিজেদের সুরক্ষিত রেখেছিলেন দুজনেই। রউফ জানিয়েছিলেন যে তিনি দর্শকদের উদ্দেশে কোনো ব্যক্তিগত মন্তব্য করেননি, আর ফারহান তাঁর উদযাপনকে স্বাভাবিক আবেগ প্রকাশের অংশ বলেই জানিয়েছেন। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। ফাইনালের আগে এই ধরনের বিতর্ক দুই দলের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

Read Also: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *