এশিয়া কাপ ২০২৫ ফাইনাল ঘিরে ভারত–পাকিস্তান ম্যাচ সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারের ফাইনাল নিয়ে বেশ জলঘোলা তৈরি হয়েছিল। ফাইনালে ট্রফি নেওয়া ছিল বেশ নাটক হয়েছে। ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতা মহসিন নাকভির হাতে থেকে শিরোপা নিতে অস্বীকার জানিয়েছিল। যার পর নাকভি সেই শিরোপা ও পুরস্কার গুলো সহ হোটেলে ফিরে গিয়েছিল। তবে, সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচের কথা বলতে গেলে ভারত ৫ উইকেটে মেগা ফাইনাল জয়লাভ করেছিল। মেগা ফাইনালে টস হেরে ব্যাটিং করতে এসে ১৪৬ রানে শেষ হয় পাকিস্তানের ব্যাটিং। রান তাড়া করতে এসে ২ বল বাঁকি থাকতে ও ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় ভারত।
এশিয়া কাপের ফাইনালে রউফকে টার্গেট করে ভারত

ভারত বনাম পাক মেগা ফাইনালে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ ছিলেন দলের অন্যতম ভরসা। তবে, পাকিস্তানের ভরাডুবির পিছনে রয়েছে রউফের ভূমিকা। এমসময়ে রউফ ছিল পাকিস্তানের সবথেকে বড় উইকেট টেকার বলার। কিন্তু ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে রউফের বলের কোনো ধারই দেখা গেল না। উল্টে ভারতীয় ব্যাটাররা তাঁকে এমনভাবে মাঠের চারপাশে ছড়িয়ে মারলেন, যে মুহূর্তের মধ্যেই খেলা হাতছাড়া হয়ে যায় পাকিস্তানের। ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা যেন রউফকেই নিশানা বানিয়েছিল। অষ্টম ওভারে স্পেল শুরু করেন রউফ। প্রথম ওভারে দেন ৭ রান, এরপর ১৫ তম ওভারে বোলিং করতে ফিরে আসেন তিনি। এই ওভারে ১৬ রান দিয়ে ফেলেন তিনি। ১৮তম ওভারে বোলিং করতে এসে ১৩ রান দেন এবং শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করতে এসে ১৪ রান দিয়ে ফেলেন। ৩.৪ ওভার বোলিং করে ৫০ রান দেন রউফ।
Read More: গোদের উপর বিষফোঁড়া, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তারকা পেসার গেলেন ছিটকে !!
বাদ পড়া নিশ্চিত রউফের

এই ফাইনালে রউফের বোলিং ফিগার যেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিকটি প্রকাশ করে দেয়। চার ওভারে তিনি দেন পাহাড়সম রান, পান না কোনো উইকেট। তাঁর এই পারফরম্যান্সের পর পাকিস্তানি ভক্তরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে এবং তাকে নানান ভাবে ট্রোল করেছে। পিসিবি সূত্রের খবর, এশিয়া কাপে হারলেও পাকিস্তানের পরবর্তী লক্ষ হবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে নতুন দল বেছে নিতে চাইবে পাকিস্তান। এই এশিয়া কাপে যারা ছন্দ দেখাতে ব্যার্থ হয়েছেন তাদেরকে দল থেকে ছাঁটাই করা হবে। রউফ যেভাবে বাজে বোলিং করেছেন তাতে তাঁর দল থেকে বাদ পড়াটা আবশ্যক।