শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, আর ফিরতে পারবেন না দলে !! 1

আর মাত্র কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ওডিআই ফরম্যাট। খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড। তবে এরই মধ্যে সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় দলের আগামী দিনের অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার ( Rohit Sharma) পর দলের দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হবে। আপাতত হার্দিককে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে দেখা যাবে। রোহিতের অনুপস্থিতিতেই তিনি ভারতীয় টি-টোয়েন্টি ও ওডিআই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তবে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনকেই বিশ্রামে থাকতে দেখা যাবে।

শ্রীলঙ্কা সিরিজের বাইরে থাকবেন হার্দিক

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, একান্তই ব্যক্তিগত কারণে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আপাতত ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও, ২৭ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক। বিশ্বকাপের মঞ্চে শেষবার ওডিআই ম্যাচ খেলেছিলেন হার্দিক। হার্দিক পান্ডিয়া জাতীয় দলের হয়ে ৮ বছরের বেশি সময় ধরে খেলে আসছেন, তবে এতদিনে জাতীয় দলের জার্সিতে কেবলমাত্র ৮৬টি ওডিআই ম্যাচ খেলেছেন। বেশিরভাব সময়েই চোট-আঘাতে জর্জরিত হয়ে দলের বাইরে থেকেছেন তিনি। সেই কারণে তাঁকে পরবর্তী ওডিআই অধিনায়ক হিসাবে ভাবতে নারাজ বোর্ডের একাধিক কর্মকর্তারা। আর শ্রীলঙ্কা সফরে তার না খেলার সিদ্ধান্ত তার ক্যারিয়ারে কাল ডেকে আনলো।

Raed More: জাতীয় দল থেকে নাম কাটা যাচ্ছে ঋষভ পন্থের, গুরু ‘গম্ভীরের’ নজরে এই ৩ বিকল্প !!

দল ছুট হতে পারেন পান্ডিয়া

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গের জন্য তাকে দলের বাইরে রাখা হয়েছিল। তবে গৌতম গম্ভীর (Gautam Gamnhir) এর সঙ্গে শ্রেয়সের দুর্দান্ত সম্পর্কের পর শ্রেয়াসকে শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরিয়ে আনা হবে। তার হাতেই তুলে দেওয়া হবে দলের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad) একটি সাক্ষাৎ করে জানিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর বিসিসিআইয়ের লক্ষ্য ছিল শ্রেয়স আইয়ারকে জাতীয় দলের অধিনায়ক বানানোর. যেহেতু এবার গৌতম গম্ভীর ভারতীয় দলের কমান্ড সামলাবেন তাই শ্রেয়সের অধিনায়ক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। বেশ  কয়েক মাস আগে গৌতম গম্ভীরের মেন্টরশিপে ও শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে আইপিএল খেতাব জয় করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। যে কারণে, আবার শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে কাজ করার সিদ্ধান্ত নেবেন গম্ভীর।

অন্যদিকে, শ্রীলঙ্কা সফরের পর ভারতের বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলতে হবে, কয়েক বছর ধরেই টেস্ট ফরম্যাটের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের বিরুদ্ধে তাই তিনি ভারতীয় দলে উপলব্ধ থাকবেন না। অন্যদিকে, হার্দিক বিসিসিআইকে নিশ্চিত করেছিলেন যখন তিনি ভারতীয় দলের হয়ে উপলব্ধ থাকবেন না তখন তিনি ঘরোয়া ক্রিকেটে মন দেবেন। সেই শর্তে হার্দিক কে আগামী দিলীপ ট্রফিতে খেলতে হবে। যদি তিনি তা না খেলেন তাহলে তাকে বিসিসিআইয়ের চুক্তিপত্র হারাতে হবে।

Read Also: Hardik Pandya: নতুন সম্পর্কে সিলমোহর, অনন্যা পান্ডের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *