Hardik Pandya Ruled Out From 2nd T20I vs Bangladesh 2024

হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ঘিরে চর্চার অন্ত নেই ক্রিকেটদুনিয়ার। ২০২৩-এর আইপিএল (IPL) শুরুর আগে তাঁর দলবদল ঘিরে হইচই পড়ে গিয়েছিলো। দুই বছর গুজরাত টাইটান্সে কাটিয়ে তারকা অলরাউন্ডার ফিরে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। দীর্ঘ সময়ের অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) সরিয়ে নেতৃত্বের ব্যাটন হার্দিকের হাতে তুলে দিয়েছিলো মুম্বই ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিলো সোশ্যাল মিডিয়ায়। এক পক্ষ পাশে দাঁড়িয়েছিলো হার্দিকের (Hardik Pandya)। আরেক পক্ষ আবার ফ্র্যাঞ্চাইজির তীব্র বিরোধিতা করে সরব হয়েছিলো তাঁর বিরুদ্ধে। নেটদুনিয়ার ক্ষোভের প্রতিফলন দেখা গিয়েছিলো মাঠেও। গ্যালারি থেকে হার্দিকের উদ্দেশ্যে উড়ে এসেছিলো কটূক্তি, কটাক্ষ।

Read More: IND vs NZ 2nd Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নাস্তানাবুদ ভারত, দ্বিতীয় দিনের শেষে জাঁকিয়ে বসেছে সিরিজ হারের আশঙ্কা !!

আইপিএল চলাকালীনই হার্দিকের (Hardik Pandya) ব্যক্তিগত জীবন’ও আসে সংবাদমাধ্যমের আতসকাঁচের নীচে। জানা যায় স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। প্রায় মাসখানেক সেই গুঞ্জন চলে। এর মধ্যে টি-২০ বিশ্বকাপেও অংশ নেন তিনি। ট্রফি জয়ের পর আবেগপ্রবণ হার্দিকের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছিলো। সেখানে যাবতীয় আঘাত, আক্রমণের মাঝেও কিভাবে মনের জোর বজায় রেখেছেন তিনি, তা ফাঁস করেন ভারতীয় তারকা। এরপর জুলাইতে নাতাশা’র (Natasa Stankovic) সাথে ডিভোর্সের সিদ্ধান্তে দেন সিলমোহর। বিচ্ছেদ নিয়ে চর্চা স্তিমিত হয়ে যাওয়ার আগেই তাঁর জীবনে নয়া নারীর আগমন নিয়ে শুরু হয় গুঞ্জন। প্রথম বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সাথে নাম জড়িয়েছিলো তাঁর। পরে ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সাথে হার্দিকের প্রেমের খবর ভাসতে থাকে বাতাসে।

হার্দিককে (Hardik Pandya) নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা নতুন মোড় নেয় ভারতীয় টি-২০ দলের নয়া অধিনায়ক ঘোষণার পরে। রোহিতের অবর্তমানে দীর্ঘ সময় দায়িত্ব সামলেছিলেন তারকা অলরাউন্ডার। কিন্তু হিটম্যানের অবসরের পর নেতার পদ পান নি তিনি। তা দেওয়া হয় সূর্যকুমার যাদব’কে। পেকিং অর্ডারে কেন পিছিয়ে পড়লেন হার্দিক? শুরু হয় কাটাছেঁড়া। কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকারের (Ajit Agarkar) সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ থেকেই পদ হারালেন হার্দিক, উঠতে থাকে অভিযোগ। যদিও আগরকার ইঙ্গিত করেন তাঁর ফিটনেস সমস্যার দিকে। নেতৃত্বের সুযোগ হারানো হার্দিক কতখানি সহজ ভাবে খেলবেন সূর্যকুমারের অধীনে? সেই নিয়েও একপ্রস্থ আলোচনা শুরু হয়েছিলো ক্রিকেটমহলে। তবে পারফর্ম্যান্স দিয়েই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হয়েছেন সিরিজ সেরা।

আন্তর্জাতিক ক্রিকেটের নয় বরং এই মুহূর্তে কৌতূহলের কেন্দ্রে আইপিএল। আগামী মরসুমে হার্দিক (Hardik Pandya) কোন দলের জার্সি গায়ে চাপাবেন তা জানতেও উৎসুক অনেকেই। মুম্বই যেভাবে ঢাক-ঢোল পিটিয়ে দলে সামিল করেছিলো হার্দিককে, তার প্রতিদান তিনি দিতে পারেন নি। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই ব্যর্থ। অধিনায়ক হিসেবেও আহামরি সাফল্য এনে দিতে পারেন নি। দশ দলের লীগে শেষতম স্থানে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। হতাশাজনক পারফর্ম্যান্সের পর তাঁকে আদৌ রিটেন করা হবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় কেউই। অনেকেই মনে করছেন যে রিটেনশন তালিকায় নাম নাও থাকতে পারে হার্দিকের। এই আবহেই তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হলো আজ। ইন্সটাগ্রাম স্টোরিতে হার্দিক লিখেছেন, “বড় একটা ঘোষণা আসছে।” এই ঘোষণা কি নিয়ে তা খোলসা করেন নি তিনি এখনও। তবে প্রতীক্ষা ও উৎকন্ঠায় আপাতত প্রহর কাটাচ্ছেন অনুরাগীরা।

দেখুন সেই পোস্ট-

Hardik Pandya | Image: Instagram
Hardik Pandya | Image: Instagram

Also Read: মাঠে ফিরছেন মহম্মদ শামি, তৈরি তারকা পেসারের প্রত্যাবর্তনের রোডম্যাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *