DPL 2024: আইপিএলের (IPL) ধাঁচে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও শুরু করেছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। তামিলনাড়ুতে বেশ জনপ্রিয়তা পেয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লীগ (TNPL)। একই পথ ধরে হাঁটতে দেখা গিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও। তাদের কর্ণাটক প্রিমিয়ার লীগ’ও (KPL)সাড়া ফেলেছে ইতিমধ্যে। ২০২৪ থেকে আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু করেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন’ও। নাম দেওয়া হয়েছে বেঙ্গল প্রো টি-২০ লীগ (BPTL)। এবার এই পথে পা বাড়ালো দিল্লী ক্রিকেট সংস্থাও। তারা শুরু করেছে দিল্লী প্রিমিয়ার লীগ (DPL)। ছয় দলের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিয়েছে আদানি শিল্প সংস্থা। ঋষভ পন্থ (Rishabh Pant), ঈশান্ত শর্মা’র মত আন্তর্জাতিক তারকা রয়েছেন টুর্নামেন্টে। থাকছেন যশ ধূল, হৃত্বিক শোকিনের মত পরিচিত মুখেরাও।
Read More: “এটা তুমি করতে পারো না…” অবসর নিলেন KL রাহুল, সমাজ মাধ্যম শুরু হলো চাঞ্চল্য !!
হার্দিকের বাজিমাত ব্যাট হাতে-
হার্দিকের বিক্রমে দাপুটে জয় টি-২০ ম্যাচে। ভারতের তারকা অলরাউন্ডারর হার্দিক পান্ডিয়ার সুবাদে এমন শিরোনাম প্রায়শই দেখা যায় সংবাদপত্রের পাতায়। গতকাল দিল্লী প্রিমিয়ার লীগের ম্যাচেও ব্যাট হাতে ছড়ি ঘোরালেন হার্দিক। তবে হার্দিক পান্ডিয়া নয়, তিনি হার্দিক শর্মা (Hardik Pandya)। ইস্ট দিল্লী রাইডার্সের হয়ে সাউথ দিল্লী সুপারস্টার্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন তিনি। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে হত ইস্ট দিল্লী রাইডার্সকে (EDR)। টপ-অর্ডারের সৌজন্যে এগিয়েই ছিলো তারা। কিন্তু সুজল সিং ও হিম্মত সিং সাজঘরে ফেরার পর চাপ বেড়েছিলো খানিক। প্রতিপক্ষের নাগপাশ থেকে দলকে উদ্ধার করেন হার্দিক (Hardik Sharma)। মাত্র ২৪ বলে ৪৩ করে অপরাজিত থাকেন তিনি। ১৭৯.১৭ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংসটি হার্দিক সাজান ১টি চার ও ৪টি বিশাল ছক্কার সাহায্যে। ১৩ বল আগেই এনে দেন জয়।
দেখুন হার্দিকের ব্যাটিং-এর ঝলক-
Hardik Sharma Seals the Deal! 🚀
With a stylish finish, Samarth propels East Delhi Riders to yet another victory, extending their winning streak! 🌟#AdaniDelhiPremierLeagueT20 #AdaniDPLT20 #DilliKiDahaad | @JioCinema @Sports18 pic.twitter.com/4BFMiFV6dZ
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 22, 2024
সহজ জয় পেলো ইস্ট দিল্লী রাইডার্স-
টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ইস্ট দিল্লী রাইডার্স অধিনায়ক হিম্মত সিং। আবারও অর্ধশতক করেন প্রিয়াংশ আর্য। আউট হন ৫৩ করে। তাদের অধিনায়ক আয়ুষ বাদোনি (Ayush Badoni) করেন ৩২ রান। অর্ধশতকের গণ্ডী পেরোন ধ্রুব সিং’ও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৯১ রান তোলে সাউথ দিল্লী সুপারস্টার্স। জবাবে ব্যাট করতে নামা ইস্ট দিল্লী রাইডার্স শুরুটা বেশ ভালো করেছিলো। ৮০ রানের ওপেনিং জুটি গড়েন অনুজ রাওয়াত ও সুজল সিং। অনুজ (Anuj Rawat) আউট হন ৩৪ রান করে। সুজলের সংগ্রহে গতকাল ৩২ বলে ৬৩ রান। মারেন ৭টি চার ও ৩ ছক্কা। অধিনায়ক হিম্মত সিং ১১ বলে ২৯ করে আউট হন। বাকি পথটুকু পার করিয়ে দেন হার্দিক। তাঁর সঙ্গে ২০ বলে ১৯ করে অপরাজিত থাকেন সমর্থ শেঠ।
DPL-এ কোন দল দাঁড়িয়ে কোথায়?
ছ’টি দলকে নিয়ে শুরু হয়েছে দিল্লী প্রিমিয়ার লীগ (DPL)। লীগ তালিকার শীর্ষে রয়েছে ইস্ট দিল্লী (EDR) ৩টি ম্যাচ খেলে ৩টিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট সংখ্যা ৬। দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ দিল্লী সুপারস্টার্স (SDS)। তারাও খেলেছে ৩টি ম্যাচ। প্রথম ২ ম্যাচে টানা জিতলেও গতকাল হারতে হয়েছে তাদের। ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন পুরানি দিল্লী ৬, ৩ ম্যাচ খেলে হেরেছে ২টিতে। জয় কেবল ১টিতে। আপাতত ৩ নম্বরে রয়েছে তারা। নর্থ দিল্লী স্ট্রাইকার্স (NDS) ২টি ম্যাচ খেলেছে। সাফল্যের পরিমাণ ৫০ শতাংশ। ১টি জিতেছে এবং হেরেছে ১টিতে। একই অবস্থা ওয়েস্ট দিল্লী লায়ন্সেরও (WDL)। তারা রয়েছে পাঁচে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলের সংগ্রহে ২ পয়েন্ট করে। সবার নীচে সেন্ট্রাল দিল্লী কিংস (CDK)। ৩ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে তারা। সংগ্রহে ০ পয়েন্ট।