IPL 2025: আইপিএলে জনপ্রিয় দলগুলির মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অন্যতম। তারকা সমৃদ্ধ এই দল চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নেমেছিল। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জয় তুলে নিতে ব্যর্থ হয়। তার অধিনায়কত্ব বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। চেপকের মাটিতে দলের ব্যর্থতা কাঁধে নিয়ে এবার তিনি সরে দাঁড়ালেন। আইপিএলের (IPL 2025) পরবর্তী ম্যাচে সূর্যকুমার যাদবকে আর অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে না।
অধিনায়ক হিসেবে ব্যর্থ সূর্যকুমার যাদব-

আইপিএলের ১৮ তম মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK vs MI) বিপক্ষে গত রবিবার মাঠে নেমেছিল। ম্যাচে প্রথমে টসে জিতে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) শূন্য রানে আউট হয়ে ভক্তদের হতাশ করেন। অপর ওপেনার রায়ান রিকেলটনের (Ryan Rickelton) ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। চেপকের স্পিনিং পিচে বল হাতে জ্বলে উঠেছিলেন চেন্নাইয়ের নূর আহমেদ (Noor Ahmad)। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৯ রানেই শেষ হয় অধিনায়কের ইনিংস। ফলে শেষ পর্যন্ত ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। এই রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) দুরন্ত অর্ধশতরানে ভর করে ৪ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস (CSK)। ম্যাচের বেশিরভাগ সময়ই হলুদ বাহিনী তাদের দাপট বজায় রেখেছিল। ফলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্ব বর্তমানে সমালোচনার মুখে পড়েছে।
পরবর্তী ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া-

২৯ মার্চ শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের (MI vs GT) বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে সূর্যকুমার যাদবের বদলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দলকে নেতৃত্ব দেবেন। উল্লেখ্য হার্দিক গত বছর স্লো ওভার রেটের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফলে এই বছর আইপিএলের প্রথম ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। তাই সূর্যকুমারের (Suryakumar Yadav) বদলে পরবর্তী ম্যাচে গুজরাটের বিপক্ষে এই তারকা অলরাউন্ডার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। অন্যদিকে এই বছর আইপিএলে স্লো ওভার রেটের জন্য নতুন নিয়ম অনুযায়ী অধিনায়কদের তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচে নিষিদ্ধ করা হবে না।