অপমানের মুখেও সংযত হার্দিক, ক্রিসমাস নাইটে ভক্তের কটূক্তিতে নীরবতার নজির !! 1

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাঠে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের জন্য পরিচিত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত প্রদর্শন দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছিলেন হার্দিক।শেষ ম্যাচে হার্দিক হাফ সেঞ্চুরি হাঁকানোর পরেই মাঠে উপস্থিত থাকা তার গার্লফ্রেন্ড মাহিকা শর্মার দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন। প্রোটিয়াসদের পরাস্ত করার পর ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। এবার মাঠের বাইরে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হলেন পান্ডিয়া। তবে এই ঘটনার পর তাঁর প্রতিক্রিয়াই নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

ক্রিসমাস উদযাপনেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা

হার্দিক
Hardik Pandya | Image:Twitter

ক্রিসমাস উদযাপনের রাতে, নিজের ব্যক্তিগত সময় কাটাতে গিয়ে এক ভক্তের কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হলো পান্ডিয়াকে। তবে, হার্দিক সে কথার কোনো গুরুত্ব না দিয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। হার্দিকের নিস্তব্ধতা অনেকের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হচ্ছে। ক্রিসমাস উপলক্ষে হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে মুম্বইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় ডিনারে যান। উৎসবের এই সন্ধ্যায় তাঁদের দেখা পেতে রেস্তোরাঁর বাইরে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন বেশ কিছু ভক্ত ও অনুরাগী। হার্দিক সাধারণত ভক্তদের সঙ্গে ছবি তুলতে কিংবা কথা বলতে দ্বিধা করেন না। এদিনও ব্যতিক্রম হয়নি। রেস্তোরাঁ থেকে বেরিয়ে তিনি বেশ কয়েকজন ভক্তের সঙ্গে সেলফি তোলেন এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।

Read More: ম্যাককালামকে সরিয়ে প্রধান কোচ হচ্ছেন রবি শাস্ত্রী, বিশ্ব ক্রিকেটে ফেরাবেন ইংল্যান্ডের সুদিন !!

হার্দিকের সংযত প্রতিক্রিয়ায় মুগ্ধ সমাজ মাধ্যম

অপমানের মুখেও সংযত হার্দিক, ক্রিসমাস নাইটে ভক্তের কটূক্তিতে নীরবতার নজির !! 2
Hardik Pandya and Mahika Sharma | Image: Twitter

ভিড়ের মধ্যে থাকা এক ভক্ত সঠিকভাবে ছবি তুলতে না পারায় হঠাৎ করেই বিরক্ত হয়ে পড়েন। সেই ভক্ত আচমকাই হার্দিকের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন।তাঁর মুখ থেকে শোনা যায় – “ভাড় মে যাও”, সেই সময়ের বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে, ভক্তের থেকে এমন মন্তব্য শুনেও শান্ত থাকেন হার্দিক। তিনি তর্কে না জড়িয়ে চুপচাপ নিজের গাড়ির দিকর ফিরে চলে যান। তাঁর এই আচরণই তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। অনেকেই মনে করছেন, একজন তারকা হয়েও এমন ধৈর্য ধরে রাখা সত্যিই প্রশংসার যোগ্য।

যদিও এবারের ঘটনায় হার্দিক সম্পূর্ণ শান্ত ছিলেন, তবে অতীতে এমন সময়ও এসেছে যখন তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিছুদিন আগে মাহিকা শর্মার ছবি অনুমতি ছাড়া তোলা ও শেয়ার করা নিয়ে তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে, এদিন হার্দিক কথা না বাড়িয়েই চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, সমাজ মাধ্যমে পান্ডিয়ার এই মুহূর্ত নিমেষে ভাইরাল। অন্যদিকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য হার্দিক পান্ডিয়ার ফর্ম ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Read Also: রোহিত-বিরাটের পারফর্মেন্সে গম্ভীরের অবস্থা কেরোসিন, হেড কোচের পদ থেকে হচ্ছেন বরখাস্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *