দেখে নিন হার্দিক পান্ডিয়ার সংক্ষিপ্ত জীবনী, ব্যক্তিগত জীবন থেকে ক্রিকেট পরিসংখ্যান, রইলো সব তথ্য !! 1

ক্রিকেট জগতের অন্যতম বড় নাম হলো হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রতিবান হওয়া সত্ত্বেও বারবার চোটের সমস্যায় দলের বাইরে থাকতে হয় পান্ডিয়াকে। ২০২৩ বিশ্বকাপেও চোটের দৌলতে মাঝ পথেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল পান্ডিয়াকে। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন পান্ডিয়া। ক্যাপ্টেন হিসাবে গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০২২ সালেই প্রথম প্রচেষ্টায় ট্রফি যেতে গুজরাট, তবে ২০২৪ আইপিএলে পুরানো ফ্রাঞ্চাইজি মুম্বইতে ফিরে এসে রোহিতকে সরিয়ে তিনিই হয়েছেন দলের ক্যাপ্টেন। ক্যারিয়ারে বেশ দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন পান্ডিয়া যার ফলে ভক্তদের পছন্দের পাত্র হয়ে উঠেছেন পান্ডিয়া।

হার্দিকের ব্যাক্তিগত জীবন

Hardik Pandya
Hardik Pandya । Image: Twitter

১৯৯৩ সালের ১১ অক্টোবর গুজরাতের সুরাটে জন্মগ্রহণ করেন হার্দিক (Hardik Pandya), তবে বাবা হিমাংশুর ইচ্ছা ছিল দুই ছেলেকে ক্রিকেটের বানানোর। সেই উদ্দেশ্যে বারোদায় পারি দেন হিমাংশু পান্ডিয়া। সেখানে তিনি তার ছেলেদের ভর্তি করে দেন কিরণ মোরের ক্রিকেট অ্যাকাডেমিতে। আর্থিক অবস্থা ছিল খুব খারাপ, এমন এমন দিন কেটেছে ৫ টাকার ম্যাগি নুডলস খেয়ে। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন হার্দিক এবং তারপর ক্রিকেটের প্রতি মনোনিবেশ করার পরেই পড়াশুনায় টানাপোড়েন দেখা যায় হার্দিকের। ক্যারিয়ারের শুরুতে একজন লেগ স্পিনার ব্যাটসম্যান হিসাবে ক্যারিয়ারের সূচনা হয় হার্দিকের। তবে পরবর্তী সময়ে ফাস্ট বোলিংও শুরু করেন তিনি। ২০১৩ সাল ইউসুফ পাঠান-এর নেতৃত্বে বরোদা ক্রিকেট দলের হয়ে ক্রিকেট জীবনে অভিষেক করেন হার্দিক।

প্রথম বছরেই কামাল করেন তিনি এবং দলের সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে ভিত্তিমূল্য ১০ লক্ষ টাকায় কেনে এবং প্রথম বছরে আইপিএলেও কামাল করেন পান্ডিয়া, প্রথম আইপিএলে দুইবার ম্যান অফ দি ম্যাচের খেতাব ও জিতেছিলেন তিনি। ঘরোয়া লিগে পারফরমেন্সের উত্তাপের সাথে সাথে ২০১৬ সালেই জাতীয় দলে ডাক পান পান্ডিয়া। ভারতীয় দলের হয়েও বেশ দুর্দান্ত পারফরমেন্স দেখাতে শুরু করে দেন পান্ডিয়া। আইপিএলে মুম্বই দলের হয়ে ৪ ট্রফি জিতেছেন হার্দিক এবং গুজরাটের ক্যাপ্টেন হিসাবে ১ ট্রফি জিতেছেন তিনি। ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ বিজেতা দলেরও সদস্য তিনি। কিন্তু এখনও পর্যন্ত ICC’র কোনো ট্রফির স্বাদ পাননি তিনি।

২০২০ সালে জানুয়ারিতে আংটি বদল করেছিলেন হার্দিক ও নাতাশা। এরপর সেই বছরই কোভিডের মাঝে ৩১-মে বিয়ে করেন তাঁরা। জুলাই মাসে ছেলে অগস্ত্যর জন্ম দেন নাতাশা। ক্যারিয়ারের উন্নতির পাশাপশি একাধিক ব্রান্ডের সাথে যুক্তও হন তিনি, ড্রিম ইলেভেন, বোট, অপ্পো, মনস্টার এনার্জি, হালা প্লে, গলফ অয়েল, স্টার স্পোর্টস, জিলেট, জ্যাগেল, ব্লু ডেনিম ইত্যাদির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠেন।

হার্দিক পান্ডিয়ার ব্যাক্তিগত জীবন

পুরো নাম হার্দিক পান্ডিয়া
ডাকনাম কুং ফু পান্ডিয়া, হ্যারি
জন্ম ১১-১০-১৯৯৩
জন্মস্থান সুরাট, গুজরাট
বর্তমান বয়স ৩০
বাবার নাম হিমাংশু পান্ডিয়া
মায়ের নাম নলিনী পান্ডিয়া
ভাই/দাদার নাম ক্রুনাল পান্ডিয়া (দাদা)
বৈবাহিক জীবন বিবাহিত
স্ত্রীর নাম নাতাশা স্ট্যানকোভিচ
সন্তানের নাম আগস্ত পান্ডিয়া

হার্দিক পান্ডিয়ার চেহারার বিবরণ

গায়ের রং শ্যমবর্ণ
চুলের রং কালো
উচ্চতা ৬ ফুট
ওজন ৬৮ কেজি

হার্দিক পান্ডিয়ার ক্রিকেট অভিষেক:

T20 অভিষেক – ২৬ জানুয়ারী ২০১৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে

ওডিআই অভিষেক – ১৬ অক্টোবর ২০১৬, নিউজিল্যান্ডের বিপক্ষে 

টেস্ট অভিষেক- ২৬ জুলাই ২০১৭, শ্রীলঙ্কার বিপক্ষে 

হার্দিকের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার

২০১৩ সাল ইউসুফ পাঠান-এর নেতৃত্বে বরোদা ক্রিকেট দলের হয়ে ক্রিকেট জীবনে অভিষেক করেন হার্দিক। প্রথম বছরেই কামাল করেন তিনি এবং দলের সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

হার্দিকের আন্তর্জাতিক ক্যারিয়ার

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

T-20 ক্যারিয়ার

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে ভিত্তিমূল্য ১০ লক্ষ টাকায় কেনে এবং প্রথম বছরে আইপিএলেও কামাল করেন পান্ডিয়া, প্রথম আইপিএলে দুইবার ম্যান অফ দি ম্যাচের খেতাব ও জিতেছিলেন তিনি। ঘরোয়া লিগে পারফরমেন্সের উত্তাপের সাথে সাথে ২০১৬ সালেই জাতীয় দলে ডাক পান পান্ডিয়া।

ওডিআই ক্যারিয়ার

T20 অভিষেকের ৮ মাস পর, হার্দিক পান্ডিয়া ১৬ অক্টোবর ২০১৬ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার প্রথম ওডিআই আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সেই ম্যাচে তিনি ৩২ বলে ৩৬ রান করেন এবং তিনটি উইকেটও নেন। চতুর্থ ভারতীয় হিসাবে অভিষেক ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। হার্দিক ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানের অসাধারণ ইনিংস খেলে বড় স্টেজে নিজের যোগ্যতা প্রমান করেন। ২০১৯ বিশ্বকাপেও ব্যাট, বল হাতে নিজের কামাল দেখিয়েছেন পান্ডিয়া। রোহিতের অনুপস্থিতিতে হার্দিককে দায়িত্ব নিতে দেখা গিয়েছে। ২০২৩ বিশ্বকাপে দুর্ভাগ্যবসত চোট পেয়ে বিশ্বকাপের মাঝ পথেই বিদায় নিতে হয় পান্ডিয়াকে।

টেস্ট ক্যারিয়ার

২৬ জুলাই ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় হার্দিকের। প্রথম টেস্টেই অর্ধশতরান করেন তিনি। ৪৯ বলে ৫ টি চার ও ৩ ছক্কা হাঁকিয়ে এই কীর্তিমান রচনা করেন পান্ডিয়া। পাশাপশি সিরিজের দ্বিতীয় ম্যাচেই শতরান হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন কারণ মাত্র এক সেশনেই শতরান হাঁকান তিনি। ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেটও নিয়েছেন তিনি, তবে চোটের কারণে টেস্ট ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি পান্ডিয়ার।

আইপিএল ক্যারিয়ার

আইপিএলে অন্যতম প্রতিভাবান প্লেয়ার হিসাবেই ক্যারিয়ারের সূচনা হয় হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সালে এন্ট্রি নিয়েই কামাল করেন হার্দিক। মুম্বই দলের হয়ে ৪ ট্রফি জিতেছেন হার্দিক এবং গুজরাটের ক্যাপ্টেন হিসাবে ১ ট্রফি জিতেছেন তিনি। এমনকি আসন্ন আইপিএলে আবার মুম্বই দলকে দেবেন নেতৃত্ব।

হার্দিকের ক্রিকেট রেকর্ড:

ব্যাটিং-

ফরম্যাট মোট ম্যাচ ইনিংস মোট রান সর্বোচ্চ স্কোর গড় স্ট্রাইক রেট  শতরান অর্ধ-শতরান ডবল সেঞ্চুরি
টেস্ট ১১ ১৮ ৫৩২ ১০৮ ৩১.২৯ ৭৩.৮৯ ০১ ০৪ ০০
ওডিআই ৮৬ ৬১ ১৭৬৯ ৯২ ৩৪.০২ ১১০.৩৬ ০০ ১১ ০০
টি-টোয়েন্টি ৯২ ৭১ ১৩৪৮ ৭১ ২৫.৪৩ ১৩৯.৮৩ ০০ ০৩ ০০
আইপিএল ১২৩ ১১৫ ২৩০৯ ৯১ ৩০.৩৮ ১৪৫.৮৬ ০০ ১০ ০০

বোলিং-

ফরম্যাট মোট ম্যাচ ইনিংস মোট রান উইকেট গড় ইকোনোমি রেট  সেরা
টেস্ট ১১ ১৯ ৫২৮ ১৭ ৩১.০৬ ৩.৩৮ ৫/২৮
ওডিআই ৮৬ ৮০ ২৯৬০ ৮৪ ৩৫.২৪ ৫.৫৫ ৪/২৪
টি-টোয়েন্টি ৯২ ৮১ ১৯৫০ ৭৩ ২৬.৭১ ৮.১৬ ৪/১৬
আইপিএল ১২৩ ৮১ ১৭৬৩ ৫৩ ৩৩.২৬ ৮.৮ ৩/১৭

হার্দিক পান্ডিয়ার রেকর্ড

  • চতুর্থ ভারতীয় হিসাবে ওয়ানডে অভিষেকে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন।
  • লাঞ্চের ঠিক আগে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান।
  • দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে হাফ সেঞ্চুরি ও ৪ উইকেট নেন।
  • প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি একই টি-টোয়েন্টি ইনিংসে হাফ সেঞ্চুরি এবং ৪ উইকেট নেন।
  • ওয়ানডেতে ১০০০ রান এবং ৫০ উইকেট অর্জনকারী দ্রুততম অলরাউন্ডার।
  • প্লেয়ার ও ক্যাপ্টেন হিসাবে দ্বিতীয় প্লেয়ার হিসাবে আইপিএল ট্রফি জয়।
  • তৃতীয় ক্যাপ্টেন হিসাবে আইপিএল ফাইনালে ম্যান অফ দি ম্যাচ।

হার্দিক পান্ডিয়ার বার্ষিক ইনকাম

হার্দিক পান্ডিয়া বর্তমানে গ্রেড-সি খেলোয়াড়দের মধ্যে রাখা হয়েছে, যার কারণে তিনি বার্ষিক ১কোটি টাকা পান। এছাড়া ভারতীয় দলের হয়ে খেলা প্রতিটি ম্যাচের জন্য পারিশ্রমিক হিসেবে পান লাখ লাখ টাকা। পাশাপশি আইপিএলে আসন্ন বছরে মুম্বইতে ১৫ কোটি টাকার বিনিময়ে খেলবেন। রিপোর্ট অনুযায়ী, হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তি প্রায় ৯১ কোটি টাকা।

হার্দিক পান্ডিয়ার সম্পর্কিত আকর্ষণীয় তথ্য

  • মাত্র ৫ বছর বয়সে কিরণ মোড়ের একাডেমিতে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে শুরু করেন পান্ডিয়া।
  • নবম শ্রেণীতেই পড়াশুনাকে আলবিদা জানিয়ে ক্রিকেট প্রেমে মজেন হার্দিক।
  • ১৮ বছর বয়স পর্যন্ত নিয়মিত লেগ স্পিন চর্চা করতেন হার্দিক, পরে কোচের পরামর্শে ফাস্ট বোলিং শুরু করেন।
  • দুঃখের দিনে হার্দিক ক্রুনালের সঙ্গী ছিল মাত্র ১০ টাকার ম্যাগি নুডলস, যা খেয়েই খেলে বেড়াতেন গুজরাটের অলিগলিতে।
  • ২০১৩ সালে নভেম্বরে রঞ্জি ট্রফিতে বরোদা দলে যোগ দেন হার্দিক, মুম্বই স্কাউটের নজর কারেন পান্ডিয়া এবং ২০১৫ সালে মুম্বই দলে এন্ট্রি নেন তিনি।
  • হার্দিক পান্ডিয়ার বর্তমান জার্সি নাম্বার হলো ৩৩ তবে আগে ২২৮ নম্বর জার্সি নিয়ে খেলতেন পান্ডিয়া।
  • বিয়ের আগেই বাবা হয়ে ওঠেন পান্ডিয়া।

FAQs:

প্র: হার্দিক পান্ডিয়া কে ?
উ: হার্দিক পান্ডিয়া হলেন ভারতীয় দলের অলরাউন্ডার ব্যাটসম্যান।

প্র: হার্দিক পান্ডিয়ার ডাক নাম কি ?
উ: কুং ফু পান্ডিয়া, হ্যারি।

প্র: হার্দিক পান্ডিয়া কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উ: হার্দিক পান্ডিয়া গুজরাটের সুরাট শহরে ১১ অক্টোবর ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন।

প্র: হার্দিক পান্ডিয়ার বয়স কত?
উত্তর.৩০ বছর।

প্র: হার্দিক পান্ডিয়ার স্ত্রীর নাম কী?
উত্তর. নাতাশা স্ট্যানকোভিচ।

প্র: হার্দিক পান্ডিয়ার ছেলের নাম কী?
উঃ অগস্ত্য পান্ডিয়া।

প্র: হার্দিক পান্ডিয়ার মোট সম্পদ কত?
উ: রিপোর্ট অনুযায়ী, হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তি প্রায় ৯১ কোটি টাকা।

প্ৰ: হার্দিক পান্ডিয়ার দাদার নাম কি ?
উ: ক্রুনাল পান্ডিয়া।

প্র: হার্দিকের প্রিয় খেলোয়াড় কে ?
উ: জ্যাক ক্যালিস।

আরও পড়ুন | Hardik Pandya: হার্দিকের ক্যারিয়ার শেষ করতে উঠেপড়ে লেগেছে BCCI, ধোনির ‘চেলা’ করবে রিপ্লেস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *