IPL 2025: আজ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ ক্রিকেট প্রেমীদের মনে বহুদিন স্মরনীয় হয়ে থাকবে। নাইট বাহিনী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে র্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত অর্ধশতরানে মাত্র ১২.৫ ওভারে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় মুম্বাই। প্রথম ইনিংসে বল হাতে অভিষেক ম্যাচেই অশ্বনী কুমার (Ashwani Kumar) জ্বলে ওঠেন। একের পর এক অভিজ্ঞ ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়ে ক্রিকেট মহলে তিনি রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। ম্যাচের সেরাও হলেন এই ২৩ বছরের পেসার।
মুম্বাইয়ের প্রথম জয়ের নায়ক অশ্বনী-

আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই বছর আইপিএলের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ঘরের মাঠে নাইট বাহিনীদের ৮ উইকেটে পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। প্রথম ইনিংসে বিপক্ষদের ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন অশ্বনী কুমার (Ashwani Kumar)। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার ম্যাচের চতুর্থ ওভারেই নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানের উইকেট তুলে নিয়ে বড়ো ধাক্কা দেন। এরপর ১১ তম ওভারে রিঙ্কু সিং এবং মনীশ পান্ডের জুটিকে পরপর আউট করে কেকেআরকে অনেকটাই পিছনে ফেলে দেন অশ্বনী। আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকেও ৫ রানে আউট করে ইতিহাস রচনা করেন এই পেসার।
Read More: IPL 2025, MI vs KKR: “করেছে লড়েছে হেরেছে..” মুম্বাইয়ের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে নাইট রাইডার্স !!
হার্দিকের মুখেও অশ্বনীর প্রসংশা-

ম্যাচ শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বলেন, “ঘরের মাঠে এই জয়টা খুবই সুন্দরভাবে এসেছে। দল হিসেবে ম্যাচে সবাই সাহায্য করেছে। এর থেকে খুশির আর কিছু হয় না। কোনো একজনকে বাছাইকরা কঠিন কাজ। দলের সঙ্গে মানানসই হিসাবে আমরা ক্রিকেটারদের বেছে নেই। পিচ আমাদের অনেকটাই সাহায্য করেছে। অশ্বনী যেভাবে বল করতে পারে সেই হিসেবে আমি ভেবেছিলাম ওর দলে আসা উচিৎ। আমাদের দলের সমস্ত কর্মকর্তারা ওকে সমর্থন করেছে এবং দলের জন্য বেছে নিয়েছে। অশ্বনীর সঙ্গে একটি অনুশীলন ম্যাচে খেলছিলাম। ওর বোলিং অ্যাকশন দেখে আলাদা লেগেছিল এবং বিশেষ করে ও একজন বাঁহাতি পেসার হওয়ায় ভাবনাচিন্তা শুরু করি। রাসেলের উইকেটটি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। কুইন্টন ডি ককের ক্যাচ দিয়ে অশ্বনী ম্যাচে যেভাবে শুরু করেছিল তা অসাধারণ। একজন ফাস্ট বোলারকে এতোটা উঁচুতে লাফ দিতে দেখে ভালো লেগেছে। যেটা আগেও বলেছি এক সঙ্গে মিলে এই জয় আমাদের জন্য ভালো লক্ষণ নিয়ে এসেছে।”