টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় দল বর্তমানে নিজেদের সবদিক থেকে প্রস্তুত করছে। খুব তাড়াতাড়ি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দল প্রকাশ করা হবে। তার আগে আজ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে শেষ ২০ ওভারের ম্যাচে মাঠে নামছে ব্লু ব্রিগেডরা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জয় ছিনিয়ে নিয়ে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সিরিজ নিজেদের দখলে করতে চাইছেন। তবে দলের মধ্যে বেশ কিছু চোট সমস্যা বর্তমানে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। আজ একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যেই দলের সঙ্গে বান্ধবীকে নিয়েই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সফর করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
Read More: ‘মেসি’কান্ডের নেপথ্যে চিটিংবাজি সৌরভের, অভিযোগ উঠতেই ৫০ কোটির মানহানির মামলা !!
বান্ধবীকে নিয়েই সফর হার্দিকের-

বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের পারফর্ম্যান্স উন্নতি করার জন্য এবং তাদের মনোযোগ শুধুমাত্র খেলার মধ্যে রাখার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ৪৫ দিনের কম বিদেশ সফরে বিশেষ অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার তাদের পরিবার নিয়ে যেতে পারবেন না। ক্রিকেটারদের সব সময় দলের সঙ্গে বাসে ভ্রমণ করতে হবে এবং টিম হোটেলেই থাকতে হবে। ফলে বর্তমানে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার বান্ধবীর থাকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ছিল। এই ম্যাচ অতিরিক্ত কুয়াশার কারণে বাতিল হয়ে যায়। এরপরই দলের সঙ্গে লখনউ এয়ারপোর্টে বান্ধবী মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে দেখা গেল হার্দিককে। কাঁধে হাত দিয়ে খোশমেজাজে গল্প করতে করতে তাদের এয়ারপোর্টের ভিতর ঢুকতে দেখা গেছে। বিসিসিআইয়ের নিয়ম ভাঙছেন বলেই উল্লেখ করছেন নেটিজেনরা। অন্যদিকে সম্প্রতি মাহিকার আপত্তিকর ভিডিও তোলায় পাপারাজ্জিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে আলোচনায় উঠে এসেছিলেন হার্দিক।
দুরন্ত ফর্মে এই অলরাউন্ডার-

এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) চলাকালীন পায়ের পেশিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন না এই তারকা। তবে বর্তমানে চোট সারিয়ে দুরন্ত কামব্যাক করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে দলের হয়ে হাল ধরেন।
২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও বল হাতে একটি উইকেট তুলে নেন। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 WC 2026) দলের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ২০২৪ শেষ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৪৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১১ টি উইকেট তুলে নিয়েছিলেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে তার ১২৩ ম্যাচে ১৯৩৯ রানের সঙ্গে মোট ১০০ টি উইকেট রয়েছে।