hardik-pandya-returns-to-practice

২০২২ সালের আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। গুজরাত টাইটান্সকে প্রথম মরসুমেই ট্রফি উপহার দিয়েছিলেন তিনি। নজর কেড়েছিলো তাঁর আগ্রাসী নেতৃত্ব। সাদা বলের দুই ফর্ম্যাটে ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও নির্বাচকদের রেডারে ছিলেন তিনি। রোহিত শর্মা’র (Rohit Sharma) অবর্তমানে টি-২০ দলের ভার প্রথমে তুলে দেওয়া হয় তাঁর হাতে। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মত দলের বিরুদ্ধে কুড়ি-বিশের খেলায় ভারতের জার্সিতে টস করতে নামতে দেখা গিয়েছিলো তাঁকেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও টি-২০ সিরিজে সামলেছেন দায়িত্ব। ওডিআইতেও কে এল রাহুলকে সরিয়ে হার্দিকের (Hardik Pandya) হাতেই তুলে দেওয়া হয়েছিলো সহ-অধিনায়কত্ব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে নেতৃত্ব’ও দেন তিনি।

টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে রোহিত শর্মা সরে যাওয়ার পর ক্রিকেট বিশেষজ্ঞদের অধিকাংশই নিশ্চিত ছিলেন যে উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হবে হার্দিকেরই (Hardik Pandya) নাম। টি-২০ বিশ্বকাপেও সহ-অধিনায়ক ছিলেন তারকা অলরাউন্ডার। পদোন্নতি তাঁরই প্রাপ্য বলে মনে করা হয়েছিলো। কিন্তু চমক দেন কোচ গম্ভীর (Gautam Gambhir) ও নির্বাচক প্রধান অজিত আগরকার। তাঁরা বেছে নেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে স্পষ্ট জবাব দিয়েছিলেন আগরকার-গম্ভীর জুটি। জানানো হয় যে হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁরা এমন একজন অধিনায়কের সন্ধানে ছিলেন যিনি চোটপ্রবণ নন। সেই কারণেই শিকে ছিঁড়েছে সূর্যের ভাগ্যে। ভবিষ্যতে দলে নিয়মিত হতে গেলে হার্দিককে যে ফিটনেসের পরীক্ষাও দিয়ে যেতে হবে, জানানো হয় তাও।

Read More: “ছেড়ে দাও খেলা…” নিজের পুরানো ফর্মে ফিরলেন KKR অধিনায়ক, মাত্র ‘শূন্য’ রানে করে হলেন আউট !!

অনুশীলনে নিজেকে উজাড় করে দিচ্ছেন হার্দিক-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

ব্যক্তিগত ও খেলোয়াড় জীবনে গত কয়েক মাসে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। নাতাশা স্ট্যাঙ্কোভিচের সাথে হয়েছে বিবাহবিচ্ছেদ। অফ ফর্মের কারণে আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্স (MI) সমর্থকদের কাছেও ভিলেন হয়ে উঠেছিলেন তিনি। যাবতীয় হতাশা’র শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করেছেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। অনবদ্য পারফর্ম্যান্স করে দলকে ট্রফি জিততে সাহায্য করেছেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে ছিলেন তিনি। একদিনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছিলো তারকা অলরাউন্ডারকে। গত মাসে গ্রীসে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন তিনি। তরতাজা হয়ে ফিরে ফের মন দিয়েছেন ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে অনুশীলনে ফিরতে।

সামনে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বিদেশের মাঠে কুড়ি-বিশের ক্রিকেট খেলার কথা ভারতের। তার আগে সেরা ছন্দ খুঁজে নিতে চান হার্দিক। নতুন কোচ গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন যে ফর্ম্যাট যাই হোক না কেন, হার্দিককে (Hardik Pandya) শেষ করতে হবে তাঁর বোলিং কোটা। তাই নেটে বল হাতে ঘাম ঝরাতেও দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। ব্যাটিং-এর পাশাপাশি বাড়তি উদ্যম নিয়ে বোলিং-এর গতি ও নিয়ন্ত্রণের উপর কাজ করছেন তিনি। নভেম্বর-ডিসেম্বর মাসে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে। তিনি ফিটনেসের পরীক্ষা দিতে ঘরোয়া একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে পারেন বলে খবর। আবার অনুশীলনে হার্দিকের হাতে দেখা গিয়েছে লাল বল। গম্ভীর জমানায় তাই তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখে নিন হার্দিকের অনুশীলনের ছবি-

Also Read: বর্ডার-গাওস্কর ট্রফির আগে কড়া শাস্তির মুখে মার্নাস লাবুশেন, হতে পারেন নির্বাসিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *