পলাশ মুচ্ছল অতীত, হার্দিকের সাথে নাম জড়ালো বিশ্ব চ্যাম্পিয়ন স্মৃতি মন্ধনার !! 1

বর্তমানে সমাজ মাধ্যমে হট টপিক হয়ে উঠেছে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। ভারতীয় মহিলা দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতির বিবাহ অনুষ্ঠান স্থগিত হয়েছিল বেশ কয়েকদিন আগেই। জনপ্রিয় গীতিকার পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে, অজ্ঞাত কারণে ভেঙে গিয়েছে সেই বিয়ে। সম্প্রতি সমাজ মাধ্যমে পলাশের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে খোলাসা করেছেন স্মৃতি।  প্রসঙ্গত স্মৃতি মন্ধনা এবং পলাশ মুচ্ছলের বিয়ে গত ২৩শে নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তা স্থগিত করা হয়েছিল। মন্ধনা এখন একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে জানিয়েছেন যে বিয়ে বাতিলই হয়েছে। সমাজ মাধ্যমে একটি বার্তায় তিনি লেখেন যে সবকিছু ভুলে তিনি এগিয়ে যেতে চান।

সম্পর্ক ভেঙেছে স্মৃতি-পলাশের

স্মৃতি মন্ধনা
Palash Muchhal and Smriti Mandhana | Image: Twitter

রবিবার স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার বিয়ে নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে, তাই আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলাটা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত একজন মানুষ এবং আমি সবকিছু সেভাবেই রাখতে চাই। আমি স্পষ্ট বলে দিতে চাই, বিয়ে বাতিল হয়েছে, বিষয়টি এখানেই থামিয়ে দেওয়া উচিত। আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও বিষয়টি এখানেই থামিয়ে দিতে চাই এবং আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি।

Read Also: বার্টম্যানের বোলিং দাপটে ফ্যাকাশে তিলকের ইনিংস, ভারতকে হারিয়ে সিরিজে কামব্যাক প্রোটিয়াদের !!

হার্দিক পান্ডিয়ার সঙ্গে গুঞ্জন শুরু স্মৃতির

ভারত
Hardik Pandya | Image: Getty Images

আপাতত পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্মৃতি মন্ধনার আর একটি সম্পর্কের কথা সামনে এসেছে। প্রসঙ্গত, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নজরে ছিলেন স্মৃতি মন্ধনা – এমনই জল্পনা তৈরি হয়েছিল বিসিসিআইয়ের (BCCI) একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর। সেদিন স্টেজে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন হার্দিক পান্ডিয়া ও ভারতীয় মহিলা দলের ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধনাও। দুজনকে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়, আর সেই মুহূর্তের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ধারণা করতে থাকেন, তাদের মধ্যে বিশেষ কিছু রয়েছে কি না। হার্দিক পান্ডিয়া এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে চোট পেয়েছিলেন। তারপর অস্ট্রেলিয়া সিরিজে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দেখতে পাওয়া যায়নি তাঁকে। এরপর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ২৮ বলে ৫৯ রান বানান এবং বল হাতে ১ উইকেট পান তিনি।

Read Also: “ঘোড়া পাচ্ছে না ঘাস গাধা খাচ্ছে চ্যবনপ্রাশ..”, শূন্য রানে আউট হয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *