শৈশবের কোচকে লাখ-লাখ টাকা আর্থিক সাহায্য, শিক্ষক দিবসে হার্দিক-ক্রুনালের অজানা গল্প প্রকাশ্যে !! 1

আইপিএল (IPL 2025) তরুণ ক্রিকেটারদের জন্য বর্তমানে অন্যতম বড়ো মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই টুর্নামেন্ট থেকেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) উঠে এসে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে তারকা হয়ে উঠেছেন। সঙ্গে দাদা ক্রুনাল পান্ডিয়া‌ও (Krunal Pandya) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে ভাইয়ের সঙ্গে একসাথে নিজেদের পরিচয় তৈরি করেছেন। বর্তমানে দুজনেই ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এই স্তরে পৌঁছেও তারা অতীতের লড়াইকে ভুলে যাননি। শৈশবের কোচকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য করে এবার দুই তারকা ক্রিকেটার বড়ো মনের পরিচয় দিলেন।

Read More: আসন্ন এশিয়া কাপে গম্ভীরের দুরন্ত চাল, ওপেনার হিসেবে দায়িত্ব সামলাবেন এই দুই তারকা !!

হার্দিক ও ক্রুনালের প্রশংসনীয় কীর্তি-

শৈশবের কোচকে লাখ-লাখ টাকা আর্থিক সাহায্য, শিক্ষক দিবসে হার্দিক-ক্রুনালের অজানা গল্প প্রকাশ্যে !! 2
Hardik Pandya and Krunal Pandya with Jitendra Singh | Images: Twitter

ছোটবেলায় বরোদায় ক্রিকেটের যাত্রা শুরু করেছিলেন এই দুই তারকা অলরাউন্ডার। সেই সময় কোচ জিতেন্দ্র সিং (Jitendra Singh) দুজনের প্রতিভাকে সঠিক পদ্ধতিতে লালন-পালন করে পথ দেখিয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর যখন হার্দিক (Hardik Pandya) এবং ক্রুনাল (Krunal Pandya) ক্রিকেটার হিসাবে ভক্তদের মনে জায়গা করে নেন তখন‌ও তারা শৈশবের এই কোচের অবদান কখনোই ভোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়টি তুলে ধরেন জিতেন্দ্র সিং। তিনি জানান এই দুই ভাই মিলে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা তকে আর্থিক সাহায্য করেছেন।

পান্ডিয়া ভাই তার বোনের বিয়েতেও পাশে ছিলেন। তারা শৈশবের কোচকে বলেছিলেন, “তোমার বোন মানে আমাদের বোন।” ২০১৫ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে আত্মপ্রকাশ করেছিলেন হার্দিক। সেই সময় জিতেন্দ্র সিংয়ের মায়ের চিকিৎসার জন্য নিজের আয়ের প্রায় সমস্ত টাকা দিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। এছাড়া দুই ভাই একাধিকবার দামি গাড়ি উপর দিয়েছেন তাদের প্রিয় এই কোচকে। এই অজানা তথ্য সামনে আসতেই শিক্ষক দিবসে ভক্তদের মনে আবারও জায়গা করে নিলেন এই দুই ভাই।‌

এশিয়া কাপে হার্দিকের ভূমিকা-

Hardik Pandya, এশিয়া কাপ, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

বর্তমানে এই তারকা ক্রিকেটার আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন। সম্প্রতি আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে জায়গা করে নেয় মুম্বাই। ব্যাট এবং বল দুই বিভাগেই দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা।

টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ২২৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তিনি তুলে নেন ১৪ টি উইকেট। ফলে মনে করা হচ্ছিল হার্দিক পান্ডিয়া আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) নেতৃত্বের দায়িত্বে আসতে পারেন‌। অধিনায়কের দায়িত্ব না পেলেও আসন্ন এই টুর্নামেন্টে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ব্যাট এবং বল দুই বিভাগেই তাকে জ্বলে উঠতে দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত হার্দিক (Hardik Pandya) ভারতের হয়ে ১১৪ ম্যাচে ১৮১২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৯৪ টি উইকেট নিজের দখলে করেছেন।

Read Also: “আবারও ‘১৮’ আতঙ্ক…” আফগানিস্তানের কাছে হারে রমিজ রাজার কটাক্ষ পাকিস্তানকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *