অক্ষরের চোটে নেতৃত্বে বদলের ইঙ্গিত, বিশ্বকাপের আগে নতুন দায়িত্বে হার্দিক পান্ডিয়া !! 1

অক্ষর প্যাটেলের (Axar Patel) চোট টিম ইন্ডিয়ার নেতৃত্ব কাঠামোয় নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। সহ-অধিনায়ক হিসেবে অক্ষরের খেলা অনিশ্চিত হওয়ায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ার নাম উঠে আসছে সম্ভাব্য ভাইস ক্যাপ্টেন হিসেবে। টিম ম্যানেজমেন্টের অন্দরমহলে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেই খবর।ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ চলাকালীন প্রথম ম্যাচে নিজের শেষ ওভার বল করার সময় আঙুলে চোট পান অক্ষর। সঙ্গে সঙ্গেই ফিজিওদের সহায়তায় মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। যদিও প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলেই জানা যায়, তবুও সতর্কতার অংশ হিসেবে তাঁকে শেষ দুই ম্যাচে খেলানো হয়নি। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অক্ষর পুরোপুরি ফিট না হলে তাঁকে বিশ্রাম দিয়েই রাখা হবে বলে জানা গেছে।

অক্ষরের চোটে ভাইস ক্যাপ্টেন বদল

টিম ইন্ডিয়া বিশ্বকাপ
Axar Patel | Image: Twitter

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। হার্দিক পান্ডিয়া নেতৃত্বের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত মুখ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনি দল পরিচালনার দায়িত্ব সামলান। আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতের হয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই ছিলেন ভারতের ভাইস ক্যাপ্টেন। হার্দিক পান্ডিয়ার টি-টোয়েন্টি কেরিয়ার পরিসংখ্যানও যথেষ্ট নজরকাড়া। এখনও পর্যন্ত তিনি ২৮.৫৪ গড়ে ২,০২৭ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৭১ অপরাজিত। শুধু ব্যাটেই নয়, বল হাতেও সমান কার্যকর তিনি। ২৬.৮৫ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ১০২টি উইকেট।

Read More: সেফার্ট-কন‌ওয়ের দুরন্ত লড়াই, বুমরাহদের চোখে-চোখ রেখে ২০০ গন্ডি পেরল নিউজিল্যান্ড !!

আগেও ভারতলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া

গম্ভীর
Hardik Pandya | Image: Getty Images

অন্যদিকে ভারতের হয়ে ১০০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাত্র চারজন ক্রিকেটারের একজন হার্দিক। বাকি তিনজন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। এই তালিকায় নিজের নাম তুলে ধরে হার্দিক প্রমাণ করেছেন তিনি শুধু ম্যাচ উইনারই নন, বরং ধারাবাহিকতার প্রতীক। চলতি সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়ার মতো। বিশ্বকাপের মঞ্চে হার্দিক পান্ডিয়ার মতন তারকা ক্রিকেটার ভারতীয় দলের বেশ প্রয়োজন রয়েছে। ব্যাট ও বল হাতে পান্ডিয়ার বিকল্প খুবই কম রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার্দিক ব্যাট হাতে রণমূর্তি ধারণ করেছিলেন, প্রোটিয়াস দের বিরুদ্ধে ৭১ গড়ে ও ১৮৭ স্ট্রাইক রেটে ১৪২ রান বানান এবং চলতি সিরিজে হার্দিক বেশ ভালো ছন্দে রয়েছেন। অক্ষর যদি সঠিক সময়ের মধ্যে সুস্থ না হতে পারেন তাহলে হার্দিক পান্ডিয়া হতে পারেন দলের ভাইস ক্যাপ্টেন।

Read Also: “অন্ধের মতন ব্যাট চালানো কাজ না…” চতুর্থ ম্যাচে গোল্ডেন ডাক অভিষেক শর্মার, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *