হার্দিক কে পার্মানেন্ট ছুটি দিচ্ছেন গৌতম গম্ভীর, খোঁজ পেয়েছেন হীরার টুকরের !! 1

সাদা বলের ক্রিকেটে বিশ্বমানের অলরাউন্ডার হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারকা ক্রিকেটার ২০২৪-সালের আইপিএলের পর থেকে যেন জ্বলে উঠেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন তারকা এই খেলোয়াড়। ২০২৪ সালের বিশ্বকাপের মঞ্চে হার্দিক ব্যাট হাতে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান বানান এবং বল হাতে ১১টি উইকেট নিতেও সক্ষম হয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সেরা হয়েছিলেন তিনি এবং দক্ষিন আফ্রিকার বিরুদ্ধেও বেশ ভালো প্রদর্শন দেখান পান্ডিয়া। এমনকি, বিসিআইয়ের কথা মতন তাকে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে দেখা গিয়েছে। সৈয়দ মুস্তাক আলিতে হার্দিক ৪৯.২০ গড়ে এবং ১৯৩.৭০ স্ট্রাইক রেটে ২৪৬ রান বানান। পান্ডিয়াকে এখন বিজয় হাজারে ট্রফি খেলতে দেখা যাচ্ছে যেখানে বাংলার বিরুদ্ধে তিনি ১ রান বানান ও ১ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।

ঘরোয়া ক্রিকেটে মেতেছেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

হার্দিকের ছন্দ পতন হলেও ভারতীয় দলের আর এক তারকা ক্রিকেটার এখন বেশ দারুন ছন্দে রয়েছেন। প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে। ভারতীয় দল এখন খেলায় কামব্যাক করেছে। দ্বিতীয় দিনের শেষে যেখানে ভারতকে লজ্জাজনক ভাবে পরাজয়ের মুখ দেখতে হচ্ছিল সেখানে টিম ইন্ডিয়া তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে। ভারতকে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখেছে তারকা অলরাউন্ডার নীতিশ রেড্ডি (Nitish Reddy)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নীতিশ রেড্ডি বেশ ভালো ছন্দ দেখিয়েছেন। আজ ক্যারিয়ারের প্রথম শতরান হাঁকিয়েছেন তিনি। এমনকি চলতি সিরিজে তিনি ভারতের হয়ে সর্বাধিক রানও বানিয়েছেন। চতুর্থ টেস্টে নীতিশ ১৭৬ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১০৫ রান বানিয়েছেন।

Read More: নীতিশ ও বৃষ্টির যুগলবন্দীতে WTC ফাইনাল খেলার সোনার সুযোগ ভারতের সামনে, কপাল পুড়বে অস্ট্রেলিয়ার !!

নীতিশ রেড্ডি ছিনিয়ে নেবেন জায়গা

Hardik pandya
Nitish Reddy | Image: Getty Images

নীতিশের এই পারফরমেন্সের পর খুব শিঘ্রই তিনি তিন ফরম্যাটের প্লেয়ার হয়ে উঠতে পারেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন, নতুন বছর শুরু হতে না হতেই ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটের ম্যাচ খেলতে হবে। আর ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন নীতিশ রেড্ডি। তিনি হার্দিক পান্ডিয়ার জায়গা কেড়ে নিতে পারেন। এখনও পর্যন্ত ব্যাট হাতেই শুধু নয়, বল হাতেও দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন এই তারকা খেলোয়াড়।

Read Also: Hardik Pandya: হার্দিক-রিঙ্কু বাদ, অজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 দল ঘোষণা ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *