ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ সমাপ্ত হওয়ার পর ভারত সাদা বলের সিরিজ খেলবে। দুই দলের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেখা যাবে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। ডিফেন্ডিং টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ও বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের কাছে। তবে, প্রোটিয়া দলের বিরুদ্ধে উপলব্ধ থাকতে পারবেন না ভারতের তারকা অলরাউন্ডার খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরেও জায়গা হয়নি হার্দিকের। পান্ডিয়াকে NCA তে সময় কাটাতে দেখা যাচ্ছে, সূত্রের দাবি এই সিরিজের আগে সুস্থ হতে পারবেন না পান্ডিয়া।
চোটের কারণে বাদ হার্দিক পান্ডিয়া

এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মূলত শ্রীলংকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটিতেই গুরুতর চোট পেয়েছিলেন পান্ডিয়া, দুবাইয়ের গরমে হ্যামস্ট্রিং নিয়ে সমস্যা হয়েছিল হার্দিক পান্ডিয়ার। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের খেলতে দেখতে পাওয়া যায়নি হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অন্যতম তারকা একজন খেলোয়ার। তার অনুপস্থিতিতে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রদর্শন আশানরূপ ছিল না ভারতীয় দল অস্ট্রেলিয়ায় সিরিজ জয় করলেও কোথাও যেন সেই খামতি ভাবটা থেকেই গিয়েছে ভারতীয় শিবিরে।
Read More: গুয়াহাটি টেস্টে বাদ শুভমান গিল, ‘বিদ্রোহী খেলোয়াড়’ ছিনিয়ে নিলো জায়গা !!
রিয়ান পরাগ নেবেন দলে এন্ট্রি

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি টি-টোয়েন্টি খেলতে চলেছে আর এই ম্যাচগুলিতে ভারতীয় দলে খেলতে দেখা যাবে তারকা অলরাউন্ডার রিয়ান পরাগকে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত ছন্দ দেখানোর রিয়ান পরাগ আবার ভারতীয় দলে জায়গা বানিয়ে নিতে প্রস্তুত ভারতের হয়ে ইতিমধ্যেই অভিষেক করে ফেলেছেন তিনি তবে চটের কারণে বিগত কয়েক মাস দলে জায়গা হয়নি তার। সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে সিরিজের সেরা হয়েছিলেন পরাগ। ব্যাট ও বলে সমান প্রদর্শন দেখিয়েছেন পরাগ। যে কারণে, পরাগকে জাতীয় দলে আবার দেখতে পাওয়া যেতে পারে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিয়ান পরাগকে ফিনিশারের ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যাবে। ভারতের হয়ে পরাগ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭.৬৭ গড়ে ও ১৫১.৪৩ স্ট্রাইক রেটে ১০৬ রান বানিয়েছেন ও ৪ উইকেটও পেয়েছেন।