নেতৃত্বে বড় পরিবর্তন! মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনসি হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া !! 1

নেতৃত্বের পালা বদল! আবার একবার বদলে যেতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক (new captain)। গতবারের আইপিএলে (IPL) ভালো ছন্দ দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতবার দ্বিতীয় কোয়ালিফায়ার (2nd qualifier) ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে অভিযান সমাপ্ত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে এবারের আইপিএলে ২০২৪ সালের তুলনায় বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিল হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার (Rohit Sharma) পর মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার হাতে। ২০২২ সালে হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাট শিবিরের অধিনায়ক হয়েছিলেন। এরপর আবার ২০২৪ মৌসুমে মুম্বাই দলে ফিরে আসেন পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরে আসার জন্য দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব রেখেছিলেন হার্দিক। সূত্রের দাবি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির সাথে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে এন্ট্রি নিয়েছিলেন।

ক্যাপ্টেনসি হারাবেন হার্দিক পান্ডিয়া

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

তবে হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) গত দুই মৌসুমে ট্রফির মুখ দেখেনি। ২০২৪ সালে টেবিলের একেবারে শেষে যাত্রা সমাপ্ত হয়েছিল মুম্বাইয়ের। এরপর গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল তাদের। গত মৌসুমে অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে সেভাবে ছন্দে দেখা যায়নি প্রথম দিকে বল ও ব্যাট হাতে দলের হয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন পান্ডিয়া, তবে পরে নিজের ছন্দ হারাতে থাকেন তিনি। এমনকি চোটের কারণে সেভাবে তাকে খুব বেশি বোলিং করতেও দেখতে পাওয়া যাচ্ছিল না। যে কারণে, মুম্বাই ইন্ডিয়ান্সের এবার অধিনায়ক পরিবর্তন হতে চলেছে। আসন্ন আইপিএল মৌসুম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক সূর্যকুমার যাদব কে (Suryakumar Yadav)।

Read More: ভারতের অপমানে ক্ষেপে উঠলেন মহসিন নকভি, নিলেন চরম সিদ্ধান্ত !!

নতুন দায়িত্ব পাবেন স্কাই

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

সূর্যকুমার আপাতত ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ২০২৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে ভারত। ভারতীয় দল সদ্য এশিয়া কাপের রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জয় করেছে। ভারত ক্যাপ্টেন হিসেবে সূর্যের রেকর্ড বেশ ভালো। হার্দিক পান্ডিয়া এখন মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক এবং দলের ভাইস ক্যাপ্টেন হলেন সূর্যকুমার যাদব। তবে এবার ভারতীয় দলের মতনই ক্যাপ্টেন্সি হারাতে চলেছেন স্কাই। আবার সেই সূর্যকুমার যাদবের কাছেই অধিনায়কত্ব হারাচ্ছেন পান্ডিয়া।

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে সূর্যকুমার যাদবকে এমনটাই সূত্রের দাবি। হার্দিক পান্ডিয়া বিগত কয়েক মাস ধরে চোট মস্যায় ভুগছেন, তাছাড়া এশিয়া কাপের মঞ্চে ভালো ছন্দ দেখাতে পারেননি তিনি। এশিয়া কাপ চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি অলরাউন্ডার তারকা। এই পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করতে চলেছে।

Read Also: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *