MI ছেড়ে CSK'তে হার্দিক, উঠে আসলো চাঞ্চল্যকর খবর !! 1

আইপিএল ২০২৬ মরসুমের আগে আবারও বড়সড় চমক! এবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি ছেড়ে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত কয়েক মাস ধরে এই নিয়ে জোর গুঞ্জন চলছিল ক্রিকেট মহলে, আর এবার সেটাই সত্যি হতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানতে চলেছেন হার্দিক, এবং আগামী মৌসুম থেকেই ধোনির চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে। হার্দিক পান্ডিয়ার আইপিএল যাত্রা শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে একাধিকবার শিরোপা জিতেছেন এই তারকা অলরাউন্ডার। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে মুম্বাইকে বহুবার জয়ের পথে নিয়ে গেছেন তিনি।

MI ছাড়ছেন হার্দিক পান্ডিয়া

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

তবে ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে যোগ দিয়ে প্রথম বছরেই আইপিএল ট্রফি জিতে সকলকে চমকে দেন হার্দিক। সেই জয়ই তাঁকে ভারতের অন্যতম সফল তরুণ নেতাদের মধ্যে স্থান দিয়েছিল। ২০২৪ মৌসুমে আবার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসেন তিনি এবং অধিনায়কের দায়িত্বও পান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। ব্যাট হাতে ধারাবাহিকতা হারান তিনি, বোলিংয়েও চোটের কারণে পুরো ছন্দে ছিলেন না। দলের পারফরম্যান্সও ছিল ওঠানামা করা। টানা দুই মৌসুমে ট্রফি না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। অবশেষে ২০২৫ সালের শেষে গুঞ্জন শুরু হয় হার্দিককে ট্রেড করতে পারে মুম্বাই। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসও নতুন এক নেতার সন্ধানে ছিল। গত মৌসুমে ঋতুরাজ গাইকোয়ার্ড চোট পেয়ে ছিটকে যেতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উপর ছিল দায়িত্ব। ঋতুরাজ ক্যাপ্টেন হিসাবে সেভাবে সফল নন যে কারণে তাঁর বদলে পান্ডিয়াকে দলে নিতে পারে CSK।

Read More: নেতৃত্বে বড় পরিবর্তন! মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনসি হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া !!

চেন্নাইতে দেখা যাবে পান্ডিয়াকে

রোহিত
Rohit Sharma and Hardik Pandya | Image: Getty Images

শুধু তাই নয়, হার্দিক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ফটো শেয়ার করেছেন যেখানে হলুদ লাভ ইমজি দিয়েছেন। যার থেকে ভক্তরা এটা ভাবতে শুরু করে দিয়েছেন যে হার্দিক হয়তো এবার মুম্বই ছেড়ে চেন্নাইয়ের পথ ধরবেন। সূত্রের খবর অনুযায়ী, ট্রেড আলোচনায় প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দুই ফ্র্যাঞ্চাইজি। ফলে আগামী মৌসুমে মুম্বাই নয়, চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম মৌসুমে একেবারে টেবিলের নীচে এবং ২০২৫’ এর মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে অভিযান সমাপ্ত করেছিল।

Read Also: “গম্ভীরকে সরালেই সব ঠিক হয়ে যাবে..”, নভজ্যোত সিং সিধুর স্পষ্ট বার্তায় নড়েচড়ে বসল BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *