সূর্যকুমারের জন্য দুঃস্বপ্ন হার্দিক পান্ডিয়া, পাচ্ছেন না MI এর ক্যাপ্টেনসি !! 1

হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অতিক্রম করে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেওয়ার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমারকে যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করে নিয়েছিল। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বিগত কয়েক বছর ধরে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন সূর্য। এমনকি স্কাই বিশ্বব্যাপি টি-টোয়েন্টি ফরম্যাটেও এক নম্বর ব্যাটসম্যান ছিলেন প্রায় দুই বছর ধরে। বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও তার পারফরম্যান্সে কোন প্রভাব দেখা যায়নি।

সূর্যকুমারের দুঃস্বপ্ন হয়ে উঠছেন হার্দিক

Ind vs ban
Hardik Pandya and Nitish Reddy | Image: Getty Images

তিনি আগের মতন তার স্বভাবসিদ্ধ ব্যাটিং করছেন তবে আসন্ন আইপিএল নিলামের আগেই রীতিমতন চর্চা শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। যেহেতু সূর্যকুমার যাদব ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সেই সূত্রে ভক্তরা মনে করছেন সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে। যদিও এখনও পর্যন্ত সেই রকম কোন আপডেট পাওয়া যায়নি। তবে সূর্যকুমারে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হতে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)।

Read More: “পা চাটা এক একটা…” বাংলাদেশ টেস্ট জয়ের কৃতিত্ব গম্ভীরকে দিতেই ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিলেন গাভাস্কার !!

হার্দিক গত মৌসুমে গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন এবং তাকেই দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছিল মুম্বই টিম ম্যানেজমেন্ট। তবে ভক্তরা প্রথমে হার্দিককে দলের ক্যাপ্টেন হিসাবে মেনে নিতে পারেনি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দুর্দান্ত পারফরমেন্সের জেরেই তাকে আবার একবার মুম্বই দলের অধিনায়ক করার পরিকল্পনা করছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজেও বেশ দারুন ছন্দ দেখিয়েছেন।

MI’এর ক্যাপ্টেন হতে পারেন হার্দিক পান্ডিয়া

Hardik pandya, ipl 2024
Hardik Pandya | Image: Getty Images

২০২৪ সালের বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার ১৪৪ রান করেছেন, ৪৮ গড়ে এবং ১৫১.৫৭ স্ট্রাইক রেটে। তাছাড়া বল হাতে ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে পান্ডিয়ার ২৭ বলে ৫০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ১৭ বলে ২৭ রানের ইনিংসটি ছিল গুরুত্বপূর্ণ। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ২০২৪ সালে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ছিল খুবই সাধারণ।

হার্দিকের (Hardik Pandya) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ সালের আইপিএলে কেবলমাত্র ৪ ম্যাচেই জয় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছিল। তার বর্তমান ফর্মের বিচারে তার উপর আবার আস্থা দেখাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, আর যদি তেমনটাই হয় তাহলে সূর্যকুমার যাদবের পক্ষে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

Read Also: Hardik Pandya: হারানো সম্মান ফিরে পাচ্ছেন হার্দিক পান্ডিয়া, ফের মাথায় উঠবে নেতৃত্বের মুকুট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *