ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ টেস্ট সিরিজ ড্র করার পর ভারতীয় দলের প্রশংসা চলছে সমাজ মাধ্যম জুড়ে। শেষ দুই টেস্টে ভারতীয় দল যেভাবে প্রদর্শন দেখিয়েছে তা প্রশংসনীয়। ভারতীয় দলের সামনে পরবর্তী বড় পরীক্ষা হতে চলেছে ২০২৫ সালের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এবার এশিয়া কাপ আয়োজিত হবে। আর এই এশিয়া কাপ নিয়ে রিতিমতন চর্চা চলছিল সমাজ মাধ্যম জুড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য দল নির্বাচন করে ফেলেছে। যদিও, এখনও স্কোয়াড প্রকাশ করেনি বিসিসিআই। আগস্টের তৃতীয় সপ্তাহে বিসিসিআই স্কোয়াড প্রকাশ করতে পারে। এশিয়া কাপের আগেই ভারতীয় দলের অধিনায়কের বদল দেখতে পাওয়া যেতে পারে।
অধিনায়কত্ব হারিয়েছিলেন হার্দিক

সূত্রের দাবি, এবার ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পুনরায় দায়িত্ব দেওয়া হবে। হার্দিক ভারতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়, সাথে তিনি রোহিত শর্মার (Rohit Sharma) কাজের চাপ নিয়ন্ত্রনের জন্য টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনি টিম ইন্ডিয়ার সহ অধিনায়কও ছিলেন। তবে, বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচের পরিবর্তন হয়। দলের প্রধান কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), আর গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগারকারের সুপারিশে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।
Read More: আইপিএলের আগেই সঞ্জু স্যামসনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের, চক্ষু চড়কগাছ ফ্যান্সদের !!
হারানো সম্মান ফিরে পাচ্ছেন হার্দিক পান্ডিয়া

আসলে হার্দিক পান্ডিয়ার চোট পাওয়ার প্রবণতা রয়েছে, তাছাড়া তাঁর থেকে সেরাটা নেওয়ার জন্যই তাঁর উপর থেকে ক্যাপ্টেন্সির চাপ সরিয়ে নেওয়ার কথা ভেবেছিল বিসিসিআই। তবে, গত ১ বছরে সূর্যকুমার যাদব চোটের কারণে ভুগেছেন। সদ্য স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়েছে সূর্যের। এশিয়া কাপে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দলের অধিনায়কের বদল করতে পারে। সূত্রের খবর, বিসিসিআই নির্বাচকরা আবার ভারতীয় দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতেই তুলে দিতে চলেছে। হার্দিককে এশিয়া কাপে অধিনায়ক হিসেবে আবার দেখতে পাওয়া যাবে। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই তাকে গুরুদায়িত্ব দেওয়া হবে এমনটা নয়, হার্দিক পান্ডিয়াকে ওডিআই ফরম্যাটে সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি হিসাবে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া গিয়েছিল। তবে, আবার একবার হার্দিক পান্ডিয়ার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।