এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) মুখোমুখি হতে চলেছে। ফলে রবিবার দুবাইয়ের মাটি ক্রিকেটীয় উত্তাপে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে এখন থেকে আশঙ্কা করছেন ক্রিকেট ভক্তরা। দুরন্ত ফর্মে থাকলেও ফাইনালের মতো ম্যাচে অঘটন ঘটতেই পারে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ফলে দলের হয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের বেশি দায়িত্ব নিতে হবে। কিন্তু ফাইনালের আগেই চিন্তা বাড়িয়েছে দলের চোট সমস্যা। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছেন।
Read More: TOP 3: রবিবারের লড়াইতে এগিয়ে পাকিস্তান, এই তিন কারণে বাজিমাত করতে পারেন শাহীন-হারিস’রা !!
চোটের কবলে হার্দিক পান্ডিয়া-

ভারতীয় এই তারকা অলরাউন্ডার মাঝেমধ্যেই চোট সমস্যার মধ্যে দিয়ে যান। ২০২৩ একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) চলাকালীন গোড়ালিতে চোট পেয়ে হার্দিক টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এবার চলতি এশিয়া কাপেও তাকে নিয়ে চিন্তার মধ্যে পড়ল দল। রবিবার টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনালে (Asia Cup 2025 Final) মাঠে নামবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তার আগে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ৪’এর শেষ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল ভারত।
এই ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাত্র এক ওভার বোলিং করেন। ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। পায়ের পেশিতে টান ধরায় তাকে ম্যাচের বাকি সময় সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া যায়নি। প্রথম ইনিংসেও ব্যাট করতে নেবে মাত্র ২ রান সংগ্রহ করে রীতিমতো হতাশ করেছিলেন। ফলে তিনি পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে ধোঁয়াশা। হার্দিকের মতো তারকা দলে না থাকলে পাক বাহিনীদের বিরুদ্ধে চাপের মুখে পড়তে হতে পারে ব্লু ব্রিগেডদের।
ছিটকে গেলন হার্দিক-

ভারতীয় অলরাউন্ডারের চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel) উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন। অভিষেক বর্তমানে ঠিক আছেন। কিন্তু হার্দিককে নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। আগামীকাল সকালে তার শারীরিক পরীক্ষা হবে এবং তারপরেই দল সিদ্ধান্ত নেবে।” এরপরই ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী ভারতের এই তারকা অলরাউন্ডার সম্ভবত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
উল্লেখ্য চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি ৬ ম্যাচে ৪৮ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। তবে এই টুর্নামেন্টে ভারতের হয়ে এখনও পর্যন্ত ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি একাই ৬ ম্যাচে ৩০৯ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। অন্যদিকে বল হাতে কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৬ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করে বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে জায়গা করে নিয়েছেন।