এশিয়া কাপ (Asia Cup 2025) এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রিকেটের উত্তাপ ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মতো চির প্রতিদ্বন্দ্বী দুই দলকে আবারও এই টুর্নামেন্টে মুখোমুখি হতে দেখা যাবে। ফলে ইতিমধ্যেই একটি নতুন টি-টোয়েন্টি দল প্রস্তুত করার জন্য বিসিসিআই (BCCI) মাঠে নেমে পড়েছে। এই বছর প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্বাবধানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করেছে। এশিয়া কাপেও দেশকে ট্রফি এনে দেওয়ার জন্য ভাবনাচিন্তা শুরু করেছেন তিনি। এর মধ্যে এবার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: TOP 5: বোন’কে বিয়ে করেছেন এই পাঁচ ক্রিকেটার, আফ্রিদি থেকে মুস্তাফিজুর-তালিকায় একঝাঁক তারকা !!
বাদ পড়তে চলেছেন হার্দিক-

৯ সেপ্টেম্বর থেকে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হবে। ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচটি ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার আগেই এবার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন নির্বাচকরা। সূত্র অনুযায়ী ১১ এবং ১২ আগস্ট এই তারকা অলরাউন্ডার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিয়মিত ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন।
যদি তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তাহলে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের বাইরে চলে যাবেন হার্দিক (Hardik Pandya)। ফলে তার মতো অভিজ্ঞ অলরাউন্ডারের না থাকা দলকে অনেকটাই চাপের মধ্যে রাখবে। এই বছর আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হিসেবে তিনি দুরন্ত ফর্মে ছিলেন। ফলে তাকে সামনে রেখেই নির্বাচকরা ভাবনাচিন্তা শুরু করেছিল। উল্লেখ্য এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া দেশের হয়ে ১১৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮১২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন ৯৪ টি উইকেট।
চিন্তায় রেখেছেন সূর্যকুমার-

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে সূর্যকুমার যাদব ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কিন্তু বর্তমানে তিনি চোট সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন। এই বছর জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় তার। তারপর থেকে এই তারকা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়ে ওঠার জন্য লড়াই চালাচ্ছেন।
সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত সূর্যকুমার (Suryakumar Yadav) ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠেননি। তার সম্পূর্ণ সুস্থ হতে এখনও এক সপ্তাহেরও বেশি সময় লাগবে। ফলে নির্বাচকরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে নেটে অনুশীলন শুরু করেছেন এই তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে ১৬ ম্যাচে ৭১৭ রান সংগ্রহ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন।