চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !! 1

IND vs ENG: ভারতীয় নতুন টেস্ট দল ইংল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে যায়। তবে শুভমান গিল (Shubman Gill) এখনও সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। ইংলিশ বাহিনীদের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে পরিবর্তন ঘটিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং আকাশ দীপ (Akash Deep)। তবে প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিং অর্ডারে আবারও হতাশ করেছেন একাধিক তারকা। অন্যদিকে দলে চোট সমস্যাও কর্মকর্তাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে এবার টেস্ট দলে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

Read More: আইপিএলের আগেই দল বদলালেন বিরাট কোহলি, দিল্লির হয়ে মাঠে তুলবেন ঝড় !!

টেস্ট দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া-

চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !! 2
Hardik Pandya | Images: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই দলের ভিতরে চোট সমস্যা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চাপের মধ্যে রেখেছে। তিনি সেই কারণে হঠাৎ করেই প্রথম টেস্ট ম্যাচের আগে হর্ষিত রানাকে (Harshit Rana) দলে নিয়ে এসেছিলেন। তবে এই তারকা পেসার বর্তমানে দেশে ফিরে এসেছেন। বোর্ডের এক সূত্র জানিয়েছিলেন একজন ভারতীয় ক্রিকেটারের চোটের কারণে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছিল। অন্যদিকে নিশ্চিত যে জসপ্রীত বুমরাহ বাকি ৩ ম্যাচের মধ্যে ১ টি ম্যাচে খেলবেন না।

এইরকম পরিস্থিতিতে সূত্র অনুযায়ী একাদশে পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আনার জন্য প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই (BCCI)। প্রথম ম্যাচে শার্দুল ঠাকুর (Shardul Thakur) পেস অলরাউন্ডার হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হন। দ্বিতীয় টেস্টে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) প্রথম ইনিংসে ব্যাট হাতে বড়ো রান গড়তে পারেননি। ফলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভারতীয় টেস্ট দলে জায়গা পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ এই তারকা অলরাউন্ডার ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৭ টি উইকেট সংগ্রহ করেছেন।

দুরন্ত ফর্মে গিল-

চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !! 3
Shubman Gill | Images: Getty Images

দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড (IND vs ENG)। এর ফলে প্রথম ইনিংসে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul) ওপেনিং করতে আসেন। রাহুল ২৬ বলে ২ রানে আউট হয়ে যাওয়ার পর ৩ নম্বরে ভরসা দেওয়ার জন্য মাঠে নামেন করুন নায়ার (Karun Nair)। কিন্তু এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাত্র ৩১ রান করে ব্যাটিং অর্ডারকে চাপের মুখে ফেলে দেন। এই‌রকম পরিস্থিতিতে যশস্বী শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

যশস্বী (Yashasvi Jaiswal) ১০৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের হয়ে নতুন অধিনায়ক প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২২৭ বলে ১৪৭ রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও গিল (Shubman Gill) দুরন্ত শতরান করেন। প্রথম দিনের শেষে তিনি ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন। তার ব্যাট থেকে এসেছে ১২ টি চার। এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে ৪১ রানে ব্যাটিং করছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

Read Also: মাসে ৪ লাখ খোরপোশেও খুশি নন হাসিন জাহান, শামিকে নিয়ে কটাক্ষ — ‘এই টাকাতে কিচ্ছু হয়না!’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *